এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করতে অস্বীকার করে প্রশাসন
জলপাইগুড়ি,পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে (Jalpaiguri,West Bengal) নদীর ধারে বন্ধুদের সঙ্গে খেলছিল ১০ বছরের একটি বালক, কিন্তু খেলার সময় সে ঘূণাক্ষরেও টের পায় নি সামনেই কি মরণফাঁদ তাঁর জন্যে অপেক্ষা করে আছে।পুলিশ সূত্রে খবর, খেলা চলাকালীন হঠাৎই ছেলেটি (Boy Drowns) একটি অবৈধ বালি খাদানের মধ্যে (Illegal Sand Mining Pit) পড়ে ডুবে যায়।
সাম্প্রদায়িকতার ওপর পৃথক প্রস্তাব আনছে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস
মালবাজার থানার পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধেবেলায় জলপাইগুড়ির (Jalpaiguri) একটি চা বাগান এলাকার বাসিন্দা ইয়াস ওরান বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে ১৫ ফুট বাই ৩০ ফুট গভীর ওই খাদানে পড়ে ডুবে যায়।
পরে ওই খাদান থেকে ছেলেটির মৃতদেহ উদ্ধার করা হয় এবং পোস্টমর্টেমের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়।
সূত্র মারফৎ খবর, ওই এলাকায় নির্মাণ কাজে ব্যবহারের জন্য বালি এবং পাথর তোলার জন্যে অবৈধভাবে খনন করা হয়েছিল।
“কাটমানি” ইস্যুতে আইন নিজের হাতে না নেওয়ার আবেদন পঞ্চায়েতমন্ত্রীর
তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের কর্মকর্তারা কোনও মন্তব্য করতে অস্বীকার করে জানিয়েছেন ওই অঞ্চলে অবৈধ বালি খননের কাজ বন্ধ করার জন্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।