This Article is From Jan 27, 2020

Bengal Selfi Death: রেল সেতুতে উঠে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তরুণী

West Bengal: তাঁর সঙ্গে থাকা আরেক তরুণী ট্রেনের ধাক্কা থেকে নিজেকে রক্ষা করতে নদীতে ঝাঁপিয়ে পড়লেও গুরুতর আহত হন তিনি

Bengal Selfi Death: রেল সেতুতে উঠে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তরুণী

Woman hit by train: শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি ট্রেনের ধাক্কায় মারা যান ওই তরুণী (প্রতীকী ছবি)

হাইলাইটস

  • ফের একবার সেলফি প্রাণ কাড়ল ২১ বছরের এক তরুণীর
  • জলপাইগুড়িতে ঘটলো ওই মর্মান্তিক দুর্ঘটনা
  • রেলসেতুতে উঠে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় মৃত তরুণী
জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ:

ফের একবার সেলফি (Bengal Selfi Death) তুলতে গিয়ে প্রাণ দিতে হল ২১ বছরের এক তরুণীকে। জলপাইগুড়ি জেলায় হওয়া ওই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিপজ্জনক সেলফির মর্মান্তক পরিণতি। জানা গেছে, জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ির ঘিস নদীর উপর থাকা রেলসেতুতে ওই দুর্ঘটনাটি ঘটে। রবিবার ময়নাগুড়ি (West Bengal) থেকে ওদলাবাড়ির ঘিস নদীর পাড়ে পিকনিক করতে আসে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী। পরিবারের সদস্যদের সঙ্গেই পিকনিকে এসেছিলেন দুই কলেজ পড়ুয়া রমা রায় ও জয়শ্রী রায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকনিক চলাকালীন ঘিস নদীর ওপর সেতুতে উঠে সেলফি (Selfi) তুলছিলেন দুই বান্ধবী। তখনই ট্রেন চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় (Woman hit by train) মৃত্যু হয় রমা রায় নামে এক তরুণীর। ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে নিচে থাকা নদীতে ঝাঁপ দেন জয়শ্রী। পরে তাঁকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সৈকতে দূষণের ফেনা! আশঙ্কাকে হেলায় উড়িয়ে সেলফির মেলা

জিআরপি-র এক আধিকারিক জানিয়েছেন, জলপাইগুড়ির ময়নাগুড়ির একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা ওদলাবাড়ি এলাকার ঘিস নদীর তীরে পিকনিক করতে গিয়েছিল। "ওই দুই ছাত্রীও ১০০ জনের ওই পিকনিকের দলের সঙ্গেই ছিল। পরে ওই এলাকার একটি রেলসেতুতে উঠে সেলফি তুলছিল তাঁরা। সেই সময়েই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী একটি যাত্রীবাহী ট্রেন তাঁদের মধ্যে একজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্যজন সেতু থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে"।

জাগুয়ারের সঙ্গে সেলফি, শেষমেশ কী হল থাবার আঘাতে জর্জরিত মহিলার?

এর আগেও দেখা গেছে সেলফি তুলতে গিয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন। দেশের অনেক জায়গায় ইতিমধ্য়েই এই ধরণের অনভিপ্রেত ঘটনা এড়াতে "নো সেলফি জোন" করে দেওয়া হয়েছে। যদিও তারপরেও আটকানো যাচ্ছে না সেলফির কারণে মৃত্যুর ঘটনা। 

.