West Bengal: পশ্চিমবঙ্গে ফের একবার সামনে এলো জাল দুধের অসাধু চক্র (প্রতীকী ছবি)
হাইলাইটস
- দুধে পচা জল মেশানোর সময় হাতেনাতে ধরা পড়ল ৩ ব্যক্তি
- তাদের ২ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত
- চিৎপুর অঞ্চলের একটি এঁদো পুকুরের জল দুধে মেশাচ্ছিল তারা
কলকাতা: একদিন নয়, বেশ কিছুদিন ধরেই চলছিল এই কারবার। দুধের (Milk) মধ্যে উত্তর কলকাতার (Kolkata) চিৎপুর অঞ্চলের একটি এঁদো পুকুরের জল মিশিয়ে চলছিল কারবার। গত কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল যে, ওই অঞ্চলের মানুষজন দুধ পান করার পরেই পেটের রোগে ভুগছিলেন। তাছাড়া ওই দুধ থেকে কেমন একটা দুর্গন্ধ ছড়াচ্ছিল বলেও অভিযোগ উঠছিল। পুলিশের কানে খবর যাওয়ায় সাদা পোশাকে কয়েকজন পুলিশ আধিকারিক দুধ সরবরাহকারী গাড়ির পিছু নিয়েছিলেন। তারপরেই সামনে আসে ওই ঘটনা। একজন পুলিশ আধিকারিক বলেন, "আমরা ওদের পিছু ধাওয়া করে গিয়ে দেখি যে কাছাকাছি একটি পুকুর থেকে নোংরা জল (pond water) নিয়ে দুধে মেশাচ্ছে তারা। সেই সময় আমরা ৩ জনকে হাতেনাতে পাকড়াও করি। গ্রেফতার হওয়া ৩ জনের মধ্যে দু'জন দুধ সরবরাহকারী এবং আরেকজন দুধ সরবরাহকারী গাড়ির চালক"।
এক লিটার দুধে এক বালতি জল! Mid-Day Meal-এ এটাই খাবার পড়ুয়াদের
তবে পুলিশের সন্দেহ, এর পিছনে আরও বড় কোনও চক্র কাজ করছে। রাজ্যের (West Bengal) ওই দুধ সরবরাহকারী সংস্থার কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে।
দুধে ভেজাল আছে কিনা মেপে দেবে মোবাইল অ্যাপ, আবিষ্কারক হায়দরাবাদ আইআইটি
ওই ৩ জনকেই মঙ্গলবার আদালতে পেশ করা হলে তাদের আগামী ২ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)