গরু পাচার করতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হল ৩ সন্দেহভাজন ব্যক্তির
কলকাতা: নিজেদের কাছে থাকা বোমা ফেটেই মৃত্যু হল ৩ সন্দেহভাজন ব্যক্তির। মনে করা হচ্ছে ওই তিনজন গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। সোমবার মুর্শিদাবাদ জেলায় তাদেরই সঙ্গে থাকা একটি দেশি বোমা ফেটে (bomb blast) গেলে সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ওই তিন সন্দেহভাজন গবাদি পশু পাচারকারীর (cattle smugglers), এমনটাই জানিয়েছে বিএসএফ । ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) আধিকারিকরা বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চোরাচালান করার জন্য অনেক সময়েই চোরাচালানকারীরা তাঁদের সঙ্গে থাকা পশুর ঘাড়ে সকেট বোমা বেঁধে রাখে। ওই তিনজনের মৃত্যুর পাশাপাশি গরু পাচারের জন্য কুখ্যাত ফারজিপাড়া গ্রাম থেকেও গবাদি পশু নিয়ে সীমান্ত পারাপারের সময় আহত হন আরও একজন সন্দেহভাজন চোরাচালানকারী । আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিনা প্ররোচনাতেই গুলি চালিয়েছে বিজিবি: জওয়ানের মৃত্যু-তদন্তের পর বিএসএফ
"ওই গ্রামটি গবাদি পশু পাচারের জন্য কুখ্যাত। আমাদের সন্দেহ হচ্ছে যে যাঁরা মারা গেছেন তাঁরাও গবাদি পশু পাচারকারী ছিল। তারা আন্তঃসীমান্ত চোরাচালানের জন্য গবাদি পশুগুলিকে প্রস্তুত করে রাখছিল। তাঁরা সাধারণত পশুর ঘাড়ে সকেট বোমা বেঁধে রাখে যাতে বিএসএফ এগুলিকে ধরতে না পারে। এর আগে ওই বোমার আঘাতে আমাদের অনেক জওয়ানও মারা গেছেন", বলেন বিএসএফের ওই আধিকারিক।
Bangladesh: ১২০টি গরু পশু পাচার করতে গিয়ে গ্রেফতার ১
সীমান্ত দিয়ে গরুপাচার আটকাতে সদা সচেষ্ট ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। তারই মধ্যে তাঁদের চোখ এড়িয়ে অনবরত পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে গরু পাচারকারীরা।