This Article is From Jun 18, 2018

মোটরসাইকেল নিয়ে দুই দলের সংঘর্ষে পশ্চিমবঙ্গে নিহত এক

ঈদ-উল-ফিতর এর অনুষ্ঠান পালনের সময় একটা মোটর সাইকেল হারিয়ে যায়, রবিবার সকালে তা জানাজানি হয়

মোটরসাইকেল নিয়ে দুই দলের সংঘর্ষে পশ্চিমবঙ্গে নিহত এক

গুলিবিদ্ধ যুবকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয় (প্রতিনিধিত্বমূলক)

কলকাতা: দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে একজন ব্যক্তিকে গুলি করে নিহিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, এই ঘটনা রবিবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় ঘটেছে বলে পুলিশ সূত্র থেকে জানা গেছে। 

শনিবার রাতে ঈদ-উল-ফিতর এর অনুষ্ঠান পালনের সময় একটা মোটর সাইকেল হারিয়ে যায়, রবিবার সকালে তা জানাজানি হয়, তারপর থেকেই কামারহাটি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্র থেকে। 

''রবিবার দুই দলের মধ্যে সংর্ষের সময়, ইমতিয়াজ আলী নামক এক যুবক গুলি বিদ্ধ হয়ে মারা গেছে, গুলিটি যে আকস্মিক ভাবে চালানো হয়েছে, তা মনে হচ্ছে না।অন্য দলের এক যুবককে এই ঘটনার জেরে আটক করা হয়েছে,'' বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। 

গুলিবিদ্ধ যুবকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়।     

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.