This Article is From Jan 29, 2019

বন্ধ হিমঘরগুলি অবিলম্বে খোলার নির্দেশ দিলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী

পশ্চিমবঙ্গের কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত মঙ্গলবার বন্ধ হিমঘরগুলিকে অবিলম্বে পুনরায় খুলে ফেলার নির্দেশ দিলেন।

বন্ধ হিমঘরগুলি অবিলম্বে খোলার নির্দেশ দিলেন রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী

শাক-সবজির দাম বাড়ার ক্ষেত্রে ফড়েদের উৎপাতের কথা স্বীকার করে নেন তিনি (ছবি প্রতীকী)

কলকাতা:

পশ্চিমবঙ্গের কৃষি বিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত মঙ্গলবার বন্ধ হিমঘরগুলিকে অবিলম্বে পুনরায় খুলে ফেলার নির্দেশ দিলেন। পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে উপস্থিত সমস্ত হিমঘর-মালিকদেরই ওই নির্দেশ দেন তিনি। ওই বৈঠকে তিনি বলেন, মোট ৫৭৬টি হিমঘর রয়েছে এই রাজ্যে। তাদের মধ্যে ৫০২'টি হিমঘরই বন্ধ। অবিলম্বে ওই হিমঘরগুলি খোলার জন্য আমরা নির্দেশ দিয়েছি মালিকদের। তিনি আরও জানান, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যে নিজস্ব নিয়ম ও নীতি রয়েছে তা মেনে চলতে হবে সকল মালিকদেরই। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেন তপন দাশগুপ্ত।

কেন্দ্রীয় সংস্থার জন্য খেলাধুলোয় অর্থ সাহায্য করতে অনেকেই ভয় পাচ্ছেনঃ মমতা

মাছ, মাংস, আলু, দুধ ও পোলট্রিজাত দ্রব্যগুলি মজুত করে রেখে ব্যবসার হাল ফেরানোর জন্য একাধিক মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ চাই বলেও জানান তিনি।

শাক-সবজির দাম বাড়ার ক্ষেত্রে ফড়েদের উৎপাতের কথা স্বীকার করে নিয়ে তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যে ‘সুফল বাংলা'র রিটেল স্টোর খোলা হবে।

কৃষি বিপণন মন্ত্রকের সচিব রাজেশ সিনহা বলেন, পশ্চিমবঙ্গের হিমঘরগুলির আধুনিকীকরণের প্রয়োজন পুরো ব্যবস্থাটিকে ভবিষ্যতেও সচল রাখার খাতিরেই।   

.