Read in English
This Article is From Jul 16, 2020

বিধানসভাতেও করোনার হানা, আক্রান্ত টাইপিস্ট, অন্যান্য কর্মীরা কোয়ারান্টাইন

Coronavirus: এই সংক্রমণের জেরে আগামী ১০ দিন রাজ্য বিধানসভার সমস্ত কার্যকলাপ বন্ধ রাখা হবে, ঘোষণা করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

Advertisement
অল ইন্ডিয়া Edited by

West Bengal Assembly: আগামী ২৭ জুলাই বিধানসভা খোলার কথা

Highlights

  • রাজ্য বিধানসভার এক কর্মী করোনা পজিটিভ
  • নিরাপত্তার স্বার্থে অন্য কর্মীদেরও কোয়ারান্টাইনে থাকার নির্দেশ
  • আপাতত ১০ দিনের জন্যে পুরোপুরি বন্ধ রাখা হবে বিধানসভা
কলকাতা:

অত্যন্ত সংক্রামক করোনা ভাইরাস (Coronavirus) এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও (West Bengal Assembly) হানা দিল। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Speaker Biman Bandyopadhyay) জানিয়েছেন, সেখানকার এক কর্মী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ার কারণে আগামী ১০ দিন বন্ধ রাখা হবে সেখানকার সমস্ত রকম কাজকর্ম, করা হবে স্যানিটাইজ। তিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "এখানে একজন টাইপিস্ট করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। ফলে সুরক্ষার স্বার্থে আগামী ১০ দিনের জন্য বন্ধ থাকবে  বিধানসভা এবং ২৭ জুলাই থেকে সেখানকার কাজকর্ম ফের চালু হবে। ততদিন পর্যন্ত বিধানসভার (Bengal Assembly Shut) সমস্ত নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হল।"

বিধায়কের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ বিজেপির

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আরও জানান যে, প্রায় ২২ জন কর্মী পশ্চিমবঙ্গ বিধানসভায় কাজ করেন। করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে বর্তমানে তাঁদের যাতায়াতের জন্যে একটি নির্দিষ্ট বাসের ব্যবস্থা করে দিয়েছিল সরকার।

Advertisement

আমফানে ক্ষতিগ্রস্ত ৯৯ শতাংশ এলাকার মানুষ ত্রাণ পেয়েছেন, জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে আজই (বৃহস্পতিবার) রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থার প্রতিবাদে বিধানসভার ভবনের প্রবেশদ্বারের বাইরে ধরনায় বসার ডাক দিয়েছিলেন বাম এবং কংগ্রেস বিধায়কেরা। কিন্তু বিধানসভার কর্মী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ার পর বিরোধী দলদুটি তাঁদের নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।বুধবার রাতে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানিয়ে দেন যে, কবে কোথায় কীভাবে এই ধরনা কর্মসূচির আয়োজন করা হবে, তা পরে ঠিক করে জানিয়ে দেওয়া হবে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement