৮ জানুয়ারি বিলটি পাশ হওয়ার পর বহু জায়গায় বিক্ষোভ হয়।
কলকাতা: লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি। তার আগে এই রাজ্যে অসমের মতো নাগরিকত্ব (সংশোধিত) আইন বানিয়ে বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করা প্রায় ১ কোটি হিন্দু উদ্বাস্তুদের আরও কাছাকাছি পৌঁছানো যাবে বলে আশা করছে রাজ্য বিজেপি। গত ৮ জানুয়ারি এই নতুন বিলটি পাশ হয়ে যায় লোকসভায়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে আসা অমুসলিমদের জন্য এই বিলের নীতি মেনে তবেই এ দেশে থাকার অনুমতি দেওয়া হবে। রাজ্য বিজেপি নেতৃত্বের আশা, শুধুমাত্র যে হিন্দু রিফিউজিদের কাছে এই বিল তাদের গ্রহণযোগ্যতা বাড়াবে, তা-ই নয়। এর ফলে 'বাংলা-বিরোধী' দল বলে যে অভিযোগ তোলে তাদের নামে বিরোধীরা প্রায়শই, সেই অভিযোগকেও নস্যাৎ করে দেওয়া যাবে।
প্রসঙ্গত, গত বছর অসমে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনশিপ বা জাতীয় নাগরিকপঞ্জির খসড়া থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস সহ একাধিক দল বিজেপিকে বাংলা ও বাঙালি বিরোধী বলে আক্রমণ করে চলেছিল ক্রমাগত। ৮ জানুয়ারি বিলটি পাশ হওয়ার পর বহু জায়গায় বিক্ষোভ হয়।
যদিও, নাগরিকত্ব সংক্রান্ত এই নতুন বিলটি যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে চলেছে, তা মনে করে রাজনৈতিকমহল।