কলকাতা: গত 16 অগস্ট তিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির অন্যতম বড় স্তম্ভ অটলবিহারী বাজপেয়ী। তাঁর উদ্দেশে একটি সর্বদলীয় স্মরণসভার আয়োজন করতে চলেছে রাজ্য বিজেপি। “অটলবিহারী বাজপেয়ীর জন্য কলকাতায় আমরা একটি সর্বদলীয় স্মরণসভার পরিকল্পনা গ্রহণ করেছি। তিনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রীই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন ভারতের এক মহান সন্তানও। দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন তিনি”, বলেন রাজ্য বিজেপির নেতা রাহুল সিনহা। যদিও, এই স্মরণসভার অনুষ্ঠানটি এখনও পরিকল্পনার স্তরেই রয়েছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। তিনি বলেন, সব দলের নেতাদের এবং বিশিষ্ট নাগরিকদের এই স্মরণসভায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিল আমরা।
শুধু তাই নয়, বাজপেয়ীর কলকাতার বন্ধু সুহৃদদেরও আমন্ত্রণ জানানো হবে বলে জানা গিয়েছে। কিন্তু, এই স্মরণসভায় সর্বদলীয় নেতাদের আম্ত্রণ জানানো হবেও, তৃণমূলের নেতারা কি তাতে অংশ নেবেন বলে মনে হয়? এই প্রশ্নের জবাবে রাহুল সিনহা বলেন, ওই সিদ্ধান্তটি তৃণমূলের ওপরেই ছেড়ে দেওয়া ভালো।