হাইলাইটস
- প্রশাসনের বিরুদ্ধে লড়াইটা শুধু আদালতে আটকে রাখতে চাইছে না বিজেপি
- ৩ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে আইন অমান্য
- রাজ্য বিজেপি সভাপতি আইন অমান্য করার ইঙ্গিত দিয়েছেন আগেই
কলকাতা: বাংলায় বিজেপির রথযাত্রা কি আদৌ হবে? সেই সিদ্ধান্ত এখন নেবে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ বিপক্ষে যাওয়ায় সুপ্রিম কোর্টে আবেদন করেছে বঙ্গ বিজেপি। কিন্তু রাজ্য প্রশাসনের বিরুদ্ধে লড়াইটা শুধু আদালতে আটকে রাখতে চাইছে না বিজেপি। আর সেই উদ্দেশে রাজ্য জুড়ে আইন আমান্য করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। উৎসবের রেশ কাটতে না কাটতেই ৩ জানুয়ারি কলকাতায় হবে আইন অমান্য। তবে হাওড়া, বসিরহাট সহ কয়েক জায়গায় ইতিমধ্যেই এই কর্মসূচি পালিত হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটাই আরও বাড়াতে চাইছেন বিজেপি নেতারা।
বড়দিনে রোদ্দুরের দেশে চলে গেলেন অমলকান্তির স্রষ্টা নীরেন্দ্রনাথ চক্রবর্তী
গণতন্ত্র বাঁচাও যাত্রা হবে কি না তা স্পষ্ট হওয়ার আগে গণতন্ত্র বাঁচাও আন্দোলন শুরু করেছে বিজেপি। হুগলির আরামবাগ থেকে সেই আন্দোলনের সূচনা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এর পাশাপাশি রাজ্যের সব জায়গাতেই মিছিল থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি শুরু করছে বিজেপি। রাজ্য প্রশাসন রথযাত্রা বাতিল করাতেই এই সিদ্ধান্ত। সেদিনই রাজ্য বিজেপি সভাপতি আইন অমান্য করার ইঙ্গিত দিয়ে বলেন , ‘আমরা গোটা রাজ্যে মিছিল বের করবো। সেখানে যদি পুলিশ বাধা দেয় তাহলে আইন অমান্য করা ছাড়া আর কোনও পথ থাকবে না।