This Article is From Jan 08, 2019

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল, তুমুল সংঘর্ষে জড়াল পুলিশ ও বিজেপি

সম্প্রতি খড়দহতে ঘটে যাওয়া এক বিজেপি কর্মীর স্ত্রী'র ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সরব রাজ্য বিজেপি

Advertisement
অল ইন্ডিয়া

মিছিলের পুরোভাগে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

কলকাতা:

সম্প্রতি খড়দহতে ঘটে যাওয়া এক বিজেপি কর্মীর স্ত্রী'র ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই সরব রাজ্য বিজেপি। আজ তারই প্রতিবাদে দক্ষিণ কলকাতার হাজরায় মোমবাতি মিছিল করেন বিজেপি কর্মীরা। তাঁদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ করা। কিন্তু মাঝপথে তাঁদের আটকে দেয় পুলিশ। তারপরই শুরু হয় পুলিশ আর বিজেপির মধ্যে ধস্তাধস্তি। 

বনধ ব্যর্থ করার চক্রান্ত ব্যর্থ করবেন সাধারণ মেহনতি মানুষ, বললেন সিটুর রাজ্য সভাপতি

বিজেপির মহিলা মোর্চার কর্মীরা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন। পুলিশ তাঁদের কয়েকজনকে গ্রেফতার করে। যান চলাচল ওই সময় ওই অঞ্চলে স্তব্ধ হয়ে যায় বেশ খানিকক্ষণের জন্য। 

Advertisement

দিলীপ ঘোষের মন্তব্যেই পরিষ্কার, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে, বললেন সোমেন

মিছিলের পুরোভাগে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁরা দুজনেই ধর্ষণের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হন। 

Advertisement

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি নির্মীয়মাণ বাড়িতে ধর্ষণ করা হয় খড়দহের ওই মহিলাকে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement