This Article is From Jul 17, 2020

আজই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানা যাবে অনলাইনে

HS Result 2020: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in এ দেখা যাবে এই ফলাফল

Advertisement
Education Edited by

West Bengal HS Result 2020: উচ্চ মাধ্যমিকের ফলাফলের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে পরিক্ষার্থীরা

Highlights

  • শুক্রবার বিকেলে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে
  • অনলাইনেই ফলপ্রকাশ হবে, রেজাল্ট জানতে দেখুন wbresults.nic.in. এই ওয়েবসাইট
  • তবে পরীক্ষার মার্কশিট পাওয়া যাবে ৩১ জুলাই
কলকাতা:

আজ (শুক্রবার) প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল (HS Result 2020), বহুদিন ধরেই রেজাল্টের (Higher Secondary Result) অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে রাজ্যের (West Bengal) দ্বাদশ শ্রেণির পরিক্ষার্থীরা। কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগ মিলিয়ে প্রায় ৮ লক্ষ পরিক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিলো। বিকেল সাড়ে ৩টের সময় অনলাইনেই ফলপ্রকাশ (West Bengal HS Result 2020) হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট wbresults.nic.in এ নিজেদের পরীক্ষার ফল জানতে পারবেন পরিক্ষার্থীরা। তবে সংসদ জানিয়েছে যে, শুক্রবার কোনও মেধাতালিকা প্রকাশিত হবে না। করোনা লকডাউনের জেরে এবছর উচ্চমাধ্যমিকের পরীক্ষা মার্চ মাসে স্থগিত হয়ে যাওয়ার পরে ঠিক হয় জুলাই মাসে বাকি পরীক্ষা নেওয়া হবে, সেই মতো ২, ৬ ও ৮ জুলাই নির্ধারিত হয় পরীক্ষার দিন। কিন্তু করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে সেই পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।

করোনা আবহেই প্রকাশিত মাধ্যমিকের ফলাফল! পাসের হার ৮৬.৩৪%

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, সংসদের সারা রাজ্যে ৫২ টি বিতরণ কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি থেকেই  স্কুলগুলিকে মার্কশিট এবং শংসাপত্র দেওয়া হবে ৩১ জুলাই।

Advertisement

মাধ্যমিকে সেরা দশে নেই কলকাতা! ৯৯.১৪% নম্বর পেয়ে প্রথম মেমারির অরিত্র পাল!

জানা গেছে, সংসদের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ছাত্রছাত্রীরা ফল দেখতে পারবেন indiaresults.com এবং examresults.net এই দুটি বেসরকারি সংস্থার ওয়েবসাইটেও। এছাড়া মোবাইলেও ফলাফল জানা যাবে।

এবার জেনে নিন উচ্চমাধ্যমিকের ফলাফল অনলাইনে কীভাবে দেখবেন?

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের wbresults.nic.in -এই ওয়েবসাইটে যান।

Advertisement

দ্বিতীয় ধাপ:  উচ্চমাধ্যমিকের ফলাফল ২০২০ লিঙ্কে ক্লিক করুন।

তৃতীয় ধাপ: আপনার রোল নম্বর ও বাকি তথ্য লিখুন।

Advertisement

চতুর্থ ধাপ: সাবমিটে ক্লিক করুন।

পঞ্চম ধাপ: দ্বাদশ শ্রেণির ফলাফল আপনার কমপিউটার স্ক্রিনে দেখা যাবে।

Advertisement

ষষ্ঠ ধাপ: ফলাফল ডাউনলোড করুন বা আপনার সুবিধার্থে একটি প্রিন্ট নিয়ে নিন।

করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ায় বদলে গিয়েছে অনেককিছুই, তাই বদলে গিয়েছে এবছর কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াও। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবছর রাজ্যের কলেজগুলিতে স্নাতক কোর্সে ভর্তির প্রক্রিয়া পুরোপুরি অনলাইনেই হবে।

Advertisement