This Article is From Sep 14, 2018

নদীয়ায় পাওয়া গেল বাংলাদেশের টাকা!

Bangladeshi currency: বড় অঙ্কের বাংলাদেশি নোট উদ্ধার করল বিএসএফ,উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এলো তা জানার কাজ শুরু হয়েছে। কয়েকটি সূত্র ধরে চলছে তদন্ত

নদীয়ায় পাওয়া গেল বাংলাদেশের টাকা!

নদীয়ার হাটখোলা থেকে এই বিপুল পরিমাণ নোট উদ্ধার হয়েছে।

কলকাতা:

বড় অঙ্কের বাংলাদেশি নোট উদ্ধার করল বিএসএফ।  এ দেশের হিসেবে টাকার পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা। নদীয়ার হাটখোলা থেকে এই বিপুল পরিমাণ নোট উদ্ধার হয়েছে।

তবে এই ঘটনায় কাউকে  গ্রেফতার করা হয়নি। জানা গিয়েছে বৃহস্পতিবার ওই এলাকায়  বিশেষ অভিযান চালাচ্ছিল সেনা। আর তখনই এক ব্যক্তির আচরণে সেনা জওয়ানদের সন্দেহ হয়। তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকেই মিলেছে ওই বিপুল অঙ্কের টাকা।

উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে 1000, 500 এবং 100 টাকার নোট। সমস্ত টাকাটাই আপাতত  কাস্টমসের কাছে রাখা রয়েছে।

সীমান্ত দিয়ে এভাবে টাকা পাচার মোটেই নতুন কিছু নয়। মাঝে মধ্যেই নজরে আসে এ ধরনের নানা বিষয়। শুধু এ বছরই এখনও পর্যন্ত 76.59  লক্ষ টাকা উদ্ধার করেছে বিএসএফ।

শুধু টাকা নয় এভাবে  অস্ত্রও পাচার হয় বলে মনে করেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এলো তা জানার কাজ শুরু হয়েছে। কয়েকটি সূত্র ধরে চলছে তদন্ত।                           



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.