Read in English
This Article is From Jan 04, 2020

ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের মূল ভবনের প্রবেশ দ্বারের একাংশ, বিভ্রাটে যাত্রীরা

Burdwan Station Collapsed: বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ, ক্রমশ ভিড় বাড়ছে স্টেশন চত্বরে

Advertisement
অল ইন্ডিয়া Posted by

হঠাৎ-ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বর্ধমান স্টেশনের একটা বড় অংশ৷ স্থানীয় সংবাদ মাধ্যম অনুসারে, ঘটনাটি ঘটেছে স্টেশনের মূল ভবনের প্রবেশ দ্বারে, যার ফলে বিভ্রাটে যাত্রীরা।  প্রাপ্ত তথ্যানুসারে, ঘটনাটি ঘটে রাত ৮.১০ টা নাগাদ, স্টেশনে ঢোকার মুখেই সামনের একটি বড় অংশ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে৷ বহু যাত্রী আটকে পড়েছেন স্টেশনের মধ্যে৷ আতঙ্কে কয়েক হাজার মানুষ, ক্রমশ ভিড় বাড়ছে স্টেশন চত্বরে৷

বেশ কয়েকজন এই ধ্বংসস্তূপের কবলে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেলের এক মুখপাত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, "বর্ধমানের স্টেশন ভবনের অংশটি রাত ৮.১০ মিনিটে নাগাদ ধসে পড়ে।" ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান ও উদ্ধার কার্য শুরু করেন।ধ্বংসাবশেষ সরানোর কাজে হাত দেন তারা।এখনও পর্যন্ত দু'জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার স্থানে নির্মাণ কাজ চলছিল বলে জানা যায়।কর্মকর্তা আরও জানিয়েছেন যে, এই ধ্বংসাবশেষের নিচে কেউ আটকা থাকতে পারে,  এমন সন্দেহের জন্য সন্ধানের কাজ চালানো হচ্ছে, ধ্বংসাবশেষ সরিয়ে।বর্ধমান স্টেশনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত।

Advertisement

ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও।সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

দেখুন ভেঙে পড়ার ভিডিও:

Advertisement