বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান।
কলকাতা: বুধবার রাজ্য মন্ত্রিসভা ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ আরও আটটি সংস্থাকে মোট ৭৫ একর জমি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিল। রাজ্যের বিভিন্ন জায়গায় এই জমিগুলো দেওয়া হবে সংস্থাগুলিকে। তার জন্য রাজ্য সরকারের সবুজ সংকেতকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে বণিকমহল।
জম্মু- দিল্লি দুরন্ত এক্সপ্রেসে ডাকাতির অভিযোগ সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে
রাজ্যে মোট ৩০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে এই বিস্কুট প্রস্তুতকারক সংস্থা। বুধবার নবান্নতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান।
কুকুরছানাদের পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার দুই পড়ুয়ার জামিন
তিনি বলেন, "রাজ্যের বাণিজ্য, পরিকাঠামো এবং চাকরি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি ৭৫.৩৫ একর জমি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে"। তিনি আরও জানান, এই জমিগুলোর বন্টন হবে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের নীতি মেনে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)