This Article is From Jan 25, 2019

সিবিআই তো মুণ্ডহীন, বিজেপির কথামতো চলে, উষ্মাপ্রকাশ করলেন মমতা

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবিআই তো মুণ্ডহীন, বিজেপির কথামতো চলে, উষ্মাপ্রকাশ করলেন মমতা

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ‘শরিক' হল সিবিআই। তাঁর কথায়, সারা দেশজুড়ে বিজেপি সিবিআইকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে অপদস্থ করার খেলায় নেমেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির পূর্ণ সময়ের অধিকর্তার খালি পদটির উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, সিবিআই হল ‘মুণ্ডহীন' এবং ওরাও বিজেপির মতো ‘মেরুদণ্ডহীন' হয়ে পড়েছে। তিনি উষ্মাপ্রকাশ করে বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র তো চলছেই। আপনারা তো সবই দেখতে পারছেন! বিজেপি এবং ওদের ‘শরিক', যাদের মধ্যে সরকারি সংস্থাও রয়েছে, তারা মিলে কীভাবে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সব জায়গায় বিরোধীদের হেনস্তা করার খেলায় মেতেছে”।

শ্রীকান্ত মোহতার গ্রেফতারি নিয়ে তৃণমূলকে তোপ বিরোধী দলগুলির

তিনি সংশয় প্রকাশ করেন যে, গেরুয়া শিবির এই কাজগুলো করছে ‘ভয়' থেকে। কারণ, ওরা জানে যে, ওদের হাতে আর বেশি সময় নেই। তাই শেষমুহূর্তে যেভাবেই হোক অপদস্থ করে যাও। 

“অখিলেশ যাদব থেকে শুরু করে মায়াবতীজি, কেউ এদের হাত থেকে রক্ষা পায়নি। সবাইকে অপদস্থ করে চলেছে ওরা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- সর্বত্র। ওরা কি ভয় পেয়েছে? ওরা কি মরিয়া হয়ে গিয়েছে? একটা মুণ্ডহীন সরকারি সংস্থাকে ছলে-বলে-কৌশলে মেরুদণ্ডহীন বিজেপি বানিয়ে ফেলেছে”, বলেন মমতা।

চিটফান্ড দুর্নীতি কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে রোজভ্যালি চিটফান্ড দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করে মুখ্যমন্ত্রীর ‘ঘনিষ্ঠ' প্রযোজক শ্রীভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে। শুক্রবার সকালে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংহ হুডার বিরুদ্ধেও জমি জালিয়াতির নতুন মামলা দায়ের করে সিবিআই। শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে ২৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।

.