This Article is From Dec 20, 2018

দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পেলেন স্কচ পুরস্কার

দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য পেলেন স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার।

দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পেলেন স্কচ পুরস্কার
কলকাতা:

দেশের সেরা মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য পেলেন স্কচ চিফ মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কার। স্কচ গ্রুপের পক্ষ থেকে টুইটারে মমতাকে শুভেচ্ছা জানিয়ে বলা হয় যে, "প্রশাসনকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন তিনি। যে সব রাজ্যের প্রশাসন ভালো কাজ করেছে ২০১৮ সালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্থান রয়েছে তাদের সবার উপরে"৷ মোট ৩১'টি স্কচ পুরস্কার পেয়েছে এইবারে পশ্চিমবঙ্গ সরকার। শুধু প্রশাসন চালানোর জন্যই নয়।  সংস্কৃতি, অর্থ, গ্রাম ও নগরের উন্নয়নের জন্যও রাজ্য সরকারকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে বলে জানানো হয়। 

রাহুলই প্রধানমন্ত্রী, ডিএমকে প্রধানের বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন মমতা

এর আগে, কন্যাশ্রী প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জ থেকে সম্মান পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকার। রাজ্যের কন্যাদের জীবনধারণকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শুরু হয়েছিল এই প্রকল্প। যা সমাজের সর্বস্তর থেকেই পেয়েছে প্রভূত প্রশংসা। ১০০ দিনের কাজের প্রকল্পের সফল রূপায়ণের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে স্কচ পুরস্কার দেওয়া হয়।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.