This Article is From Nov 27, 2019

বৃহস্পতিবার উদ্ধব ঠাকরের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Maharashtra: বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের দাদারে বিখ্যাত শিবাজি পার্কে মহারাষ্ট্রের সপ্তদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা প্রধান

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

West Bengal: নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে মমতা বন্দ্যোপাধ্যাকে আমন্ত্রণ জানালেন উদ্ধব ঠাকরে (ফাইল চিত্র)

কলকাতা:

বৃহস্পতিবার মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে (Maharashtra) উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র মারফৎ এই খবর মিলেছে। বিজেপির কট্টর সমালোচক মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর পিছনে অনেকেই শিবসেনার বিজেপি-বিরাগকেই কারণ হিসাবে দেখছেন। তবে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ে উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত হয়নি বলেই ওই সূত্রটি জানিয়েছে। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের রাজনৈতিক চাপানউতোর শেষে  বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাস পরে বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য মুম্বইয়ের দাদারে বিখ্যাত শিবাজি পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে মহারাষ্ট্রের সপ্তদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা প্রধান (Uddhav Thackeray)।

শপথগ্রহণ বৃহস্পতিবার, তার আগে চলছে ক্ষমতা বণ্টন নিয়ে তিন দলের আলোচনা

এদিকে শিবসেনা জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রধান অমিত শাহকেও। 

Advertisement

সরকার গড়ার বিষয়ে যখন শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট প্রস্তুত হচ্ছিল ঠিক সেই সময়েই রাতারাতি মহারাষ্ট্রে সরকার গড়ে গত শনিবার সকলকে হতবাক করে দেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। সেই সময় রীতিমতো ধাক্কা খায় শিবসেনা। এরপরেই এই সরকার গঠনের বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ওই ৩ দলের জোট। আর সেই আবেদনে সাড়া দিয়ে তাৎক্ষণিক আস্থা ভোটের মাধ্যমে নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্যে দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

গত শনিবার দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সময় উপ মুখমন্ত্রী পদে শপথ নেন এনসিপি নেতা অজিত পাওয়ারও। যদিও সুপ্রিম রায়ের পর বুধবার তিনি পদত্যাগ করেন, তারপরেই মুখ্যমন্ত্রী পদ থেকেও ইস্তফা দেন দেবেন্দ্র ফড়নবিশ। কেননা বিজেপি হাড়ে হাড়ে বুঝতে পারে যে মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় সংখ্যা নেই।

Advertisement

উদ্ধব ঠাকরের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মোদি-অমিত শাহকে? জেনে নিন সেনার জবাব

এই ঘটনার পরেই ফের জোয়ার আসে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের উদ্যোগে। তিনটি দলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেই মতোই বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement