নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
- মমতা বলেন, “এখানে কিছু গণ্ডগোল রয়েছে এবং তদন্তও হবে।"
- "কেন এরম হবে? মাইক থেকে এত জোরে আওয়াজ কেন বেরোবে?" প্রশ্ন মমতার
- তবে মাইক্রোফোনটি পরে স্বাভাবিকভাবে কাজ শুরু করে।
কৃষ্ণনগর: নদিয়া জেলায় বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়ে শব্দবিভ্রাটের শিকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। কথা বলতে গিয়েই বিকট আওয়াজ হয় মুখ্যমন্ত্রীর মাইক্রোফোনটিতে। কেন এমন বিকট আওয়াজ সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছু সময়ের জন্য প্রশাসনিক বৈঠকে বিঘ্নও ঘটে। প্রশাসনিক ওই বৈঠকে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা। হঠাৎই মাইক্রোফোন থেকে একটি বিকট যান্ত্রিক আওয়াজ আসতে থাকে। “এই শব্দটা মাইক থেকে এসেছে? কেন এরম হবে? মাইক থেকে এত জোরে আওয়াজ কেন বেরোবে? এর মানে তো এই যে নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে এবং এসব সঠিকভাবে পরীক্ষা করেনি তারা। এখানে অনেক কর্মকর্তা রয়েছেন,” বলেন মুখ্যমন্ত্রী।
"শরণার্থী শিবির ছাড়া বিজেপি সব বিক্রি করে দেবে": মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী আবার একই মাইক্রোফোনে কথা বলার চেষ্টা করেন কিন্তু কোনও কথাই শোনা যায়না। বেশ কয়েক সেকেন্ডের জন্য একেবারে বন্ধ থাকার পরে দ্বিতীয়বার সশব্দে আওয়াজ ওঠে মাইক্রোফোন থেকে।
মমতা বলেন, “এখানে কিছু গণ্ডগোল রয়েছে এবং তদন্তও হবে। আজকাল সবকিছুতেই হেলাফেলা মেনে নেওয়া যায় না। আমরা এখন খুব খারাপ সময় পার করছি।” তবে মাইক্রোফোনটি তারপরে স্বাভাবিকভাবে কাজ শুরু করে এবং সভা আরও আধ ঘন্টা অব্যাহত থাকে।
বিজেপি ‘ফেকুদের' দল: কৃষ্ণনগরে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
পরে মুখ্যমন্ত্রীর অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখতে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবেদন জমা দিতে বলেছি।"
বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এটা প্রযুক্তিগত ত্রুটিও হতে পারে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। আমাদের তদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা উচিত।"