This Article is From Aug 31, 2019

Rituporno Ghosh: জন্মদিনে টুইটে কিংবদন্তি পরিচালককে স্মরণ মমতার

আজ শহরের সব মানুষ, টলিপাড়ার সমস্ত কলাকুশলীদের মননে, স্মরণে ঋতুপর্ণ। সেই রীতি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটে স্মরণ-শ্রদ্ধা জানালেন প্রয়াত বিশিষ্ট পরিচালককে।

Rituporno Ghosh: জন্মদিনে টুইটে কিংবদন্তি পরিচালককে স্মরণ মমতার

ঋতু-স্মরণে মমতা

কলকাতা:

এমনও দিনে তারে বলা যায়/এমন ঘনঘোর বরিষায়... নাঃ! আজ আকাশে মেঘ নেই একটুও। বরং আজ আকাশ হাসছে ঝলমলিয়ে। কারণ, আজ প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituporno Ghosh) ৫৬ তম জন্মবার্ষিকী। যিনি কয়েক বছর ধরেই মেঘ মুলুকের বাসিন্দা। সেই খুশিতেই কি জন্মদিন সেলিব্রেশনে এত সোনাঝরা রোদ মাখা একটি দিন উপহার দিল আকাশ? পরিচালককে? আজ তিনি থাকলে তাঁকে ঘিরে এত আয়োজন থাকলে কী বলতেন? ঠোঁটের ফাঁকে টিপিটিপি হাসি নিয়ে আলতো করে বলতেন, ‘মরণ'! আজ শহরের সব মানুষ, টলিপাড়ার সমস্ত কলাকুশলীদের মননে, স্মরণে ঋতুপর্ণ। সেই রীতি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) টুইটে স্মরণ-শ্রদ্ধা জানালেন প্রয়াত বিশিষ্ট পরিচালককে। দেখুন সেই টুইট:

মুখ্যমন্ত্রী ছাড়াও একটি ভিডিও সাক্ষাৎকারে পরিচালককে স্মরণ করেন অমিতাভ বচ্চন। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘সিজনস গ্রিটিংস'-এর পোস্টার লঞ্চ করে তিনি জানান, 'আমাদের পরিবারের সবাই ঋতুর সঙ্গে কাজ করেছি। ঋতুকে আমরা জানি খুব কাছ থেকে। ওঁর মতো প্রতিভা বিরল। আজ ঋতু থাকলে আরও অনেক ভালো ছবি আমরা উপহার পেতাম ওঁর থেকে। আজকের দিনে বড় বেশি করে মনে পড়ছে ঋতুকে।'

.