This Article is From Dec 25, 2019

অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর টুইট 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্ষীয়ান অটলবিহারীর সুসম্পর্ক ছিল। এদিন মমতা টুইট করেন, ‘‘অটলবিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধার্ঘ্য তাঁর জন্মদিনে।’’

অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রীর টুইট 

গত বছরের ১৬ আগস্ট ৯৩ বছর বয়সে প্রয়াত হন অটলবিহারী বাজপেয়ী।

কলকাতা:

বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মদিনে তাঁর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে বর্ণনা করলেন এমন এক রাষ্ট্রনায়ক হিসেবে যিনি দেশের কল্যাণের জন্য দলীয় রাজনীতির উর্ধ্বে উঠেছিলেন। তিনি এও জানান, প্রয়াত রাজনীতিবিদকে সকলেই ‘মিস' করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্ষীয়ান অটলবিহারীর সুসম্পর্ক ছিল। এদিন মমতা টুইট করেন, ‘‘অটলবিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধার্ঘ্য তাঁর জন্মদিনে। তিনি এমন এক রাষ্ট্রনায়ক ছিলেন যিনি দেশের কল্যাণের জন্য দলীয় রাজনীতির উর্ধ্বে উঠেছিলেন।''

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আমরা তাঁকে খুবই মিস করি।''

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বাজপেয়ীর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এক সদস্য।

রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের অন্য বর্ষীয়ান মন্ত্রীদের আমন্ত্রণ জানান রাজ ভবনে। সেখানে তিনি তাঁর আঁকা অটলবিহারী বাজপেয়ীর একটি পোর্ট্রেটের মোড়ক উন্মোচন করবেন। সেটি এখানকার ‘থ্রোন রুম'-এ থাকবে।

তবে মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়া নিয়ে কোনও পরিকল্পনার কথা জানা যায়নি বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে।

কেবল তৃণমূল কংগ্রেস নয়, কংগ্রেস, বাম দ‌ল ও বিজেপির বর্ষীয়ান নেতাদেরও রাজ ভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল।

১৯৯৬ সালে ১৩ দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হন অটলবিহারী বাজপেয়ী। এরপর ১৯৯৮ থেকে ১৯৯৯— তেরো মাসের জন্য তিনি প্রধানমন্ত্রী হন। পরে ১৯৯৯ থেকে ১০০৪— পূর্ণ মেয়াদের জন্য দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। গত বছরের ১৬ আগস্ট ৯৩ বছর বয়সে তিনি প্রয়াত হন। 

.