Read in English
This Article is From Jan 01, 2019

মুখ্যমন্ত্রীর সচিব পরিচয় দিয়ে টাকা আদায়, অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব হিসেবে সকলের কাছে পরিচয় দিত নিজের। সেই পরিচয় দিয়েই বহু লোকের কাছ থেকে টাকা তুলেছিল সে।

Advertisement
Kolkata

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব হিসেবে সকলের কাছে পরিচয় দিত নিজের

কলকাতা:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিব হিসেবে সকলের কাছে পরিচয় দিত নিজের। সেই পরিচয় দিয়েই বহু লোকের কাছ থেকে টাকা তুলেছিল সে। মঙ্গলবার রাজ্যের গোয়েন্দাসংস্থা সিআইডি ওই ব্যক্তিকে গ্রেফতার করল। সিআইডির এক কর্তা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ওই ব্যক্তি মায়াপুরে ইসকনের সদর দফতরে ঘনঘন যাতায়াত করত। নবদ্বীপ থানায় ইসকনের পক্ষ থেকে তার নামে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ অনুযায়ী, নীলবাতি লাগানো গাড়ি করে এসে বিভিন্ন ভক্তের থেকে ধৃত তাপস বন্দ্যোপাধ্যায় টাকা আদায় করত। তাদের লোভ দেখাত তার জমি প্রকল্পে বিনিয়োগের জন্য। এছাড়া, কয়েকদিন বাদেই যে সে জেলাশাসক হবে, তাও বারবার বলত ওই জালিয়াত। 

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে তারা।

Advertisement
Advertisement