This Article is From Mar 13, 2020

পুরভোট কবে! ১৬ মার্চ সর্বদলীয় বৈঠক ডাকল নির্বাচন কমিশন

পশ্চিমবঙ্গে পুরভোট কবে, তা স্থির করতে আগামী ১৬ মার্চ সর্বদলীয় বৈঠক। শুক্রবার এই বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

বিরোধীদের একটা অংশ আবার ব্যালট নয়, ইভিএম-এ ভোটগ্রহণ চাইছে। (ছবি প্রতীকী)

Highlights

  • পশ্চিমবঙ্গে পুরভোট কবে, স্থির করতে ১৬ মার্চ বৈঠক
  • সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন
  • সর্বমতের ভিত্তিতে স্থির হবে নির্ঘণ্ট, কমিশন সূত্রে খবর
কলকাতা :

পশ্চিমবঙ্গে পুরভোট (Civic polls in Bengal) কবে, তা স্থির করতে আগামী ১৬ মার্চ সর্বদলীয় বৈঠক (All Party Meet)। শুক্রবার এই বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। জানা গিয়েছে, রাজ্যের ১০টি রাজনৈতিক দলকে, দু'জন করে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে। সেই বৈঠকে সর্বমতের ভিত্তিতে নির্বাচনী নির্ঘণ্ট স্থির করা হবে। শুক্রবার কমিশন সূত্রে এমন দাবি করা হয়েছে। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক বলেছেন, আমরা রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়ে ১৬ মার্চের বৈঠকে উপস্থিত থাকতে বলেছি। সেই বৈঠকে রাজ্যের ১১১টি পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট স্থির করা হবে। সেই আধিকারিক আরও বলেছেন, করোনা সংক্রমণ, তার প্রতিরোধ ও সতর্কতা সংক্রান্ত আলোচনা সেই বৈঠকে করা হবে। এই সংক্রমণ থেকে বাঁচতে কীভাবে প্রস্তুতি নিয়ে ভোটগ্রহণ সম্ভব, তা পর্যালোচনা করা হবে। 

IPL 2020: ২৯ মার্চের বদলে ১৫ এপ্রিল থেকে শুরু হবে টুর্নামেন্ট: বিসিসিআই

সূত্রের খবর এখনও পর্যন্ত সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি কলকাতা পুরনিগম সহ ১১১টি পুরসভার ভোটেগ্রহণ চূড়ান্ত করা হবে। যদি না, সামনের দিকে করোনা সেভাবে সংক্রমণ ছড়ায়। যদিও নবান্ন দু'দফায় এই ভোট করতে কমিশনে দরবার করেছে। এপ্রিলের ১২ থেকে ২৬ মধ্যে সেই নির্ঘণ্ট চূড়ান্ত করতে প্রস্তাব পাঠানো হয়েছে। তৃণমূল কংগ্রেস আবার চাইছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে পুরনিগমগুলোর ভোটগ্রহণ সম্পন্ন হয়ে যাক। এরপরে এপ্রিলের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হোক পুরসভারগুলোর ভোট। কিন্তু এই ভাবনায় জল ঢালতে সক্রিয় বিরোধী শিবির। তার এক দফাতেই ভোটগ্রহনে আগ্রহী। ইতিমধ্যে নির্বাচনী প্রচারের পর্যাপ্ত সময় চেয়ে নিয়ে কমিশনে দরবার করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, "ভোটগ্রহনের তারিখ ঘোষণার দিন থেকে ভোটেগ্রহণ পর্যন্ত অন্তত একমাস সময় দিক কমিশন। সেক্ষেত্রে যদি এপ্রিলের মাঝে ভোটেগ্রহণ হয়, তবে প্রচারের পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। কারণ ২৭ মার্চ শেষ হবে উচ্চমাধ্যমিক। তারপর থেকে জনসভা, মিটিং, মিছিলে জোর দিতে পারবে রাজনৈতিক দলগুলো।" বিরোধীদের একটা অংশ আবার ব্যালট নয়, ইভিএম-এ ভোটগ্রহণ চাইছে। 

মধ্যপ্রদেশ বিধানসভাতেও করোনা প্রভাব? তেমনই ইঙ্গিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠকে

এদিকে, কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ করতে সক্রিয় হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ইতিমধ্যে বাহিনীর দরবার করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও করেছেন রাজ্যপাল। রাজ ভবনের এই 'অতি সক্রিয়তায়' আবার ক্ষুণ্ণ নবান্ন। তারা চাইছে রাজ্য পুলিশের তত্বাবধানেই নির্বিঘ্নে সম্পন্ন হোক পুরভোট। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement