This Article is From Aug 13, 2018

মা'কে পিটিয়ে হত্যা, ধৃত সিভিক ভলান্টিয়ার

হুগলির আরামবাগে নিজের মা’কে পিটিয়ে খুন করার অপরাধে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করত।

মা'কে পিটিয়ে হত্যা, ধৃত সিভিক ভলান্টিয়ার

আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়।

কলকাতা:

হুগলির আরামবাগে নিজের মা’কে পিটিয়ে খুন করার অপরাধে এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করত।

“হুগলির আরামবাগের বাসিন্দা রবীন কুন্ডুকে রবিবার সকালে তার সত্তরোর্ধ্ব মা’কে পিটিয়ে খুন করার অপরাধে গ্রেফতার করে পুলিশ। সোমবার দিন তাকে আদালতে তোলা হবে”, আরামবাগ থানার এক অফিসার এই কথা জানান।

এক আত্মীয়ের সঙ্গে বিবাদের সময় তার মা’কে কাঠের লাঠি দিয়ে মারে সুদীপ্ত কুন্ডু। জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, তার এক কাকিমার সঙ্গে মায়ের বিবাদের জন্য মাথাগরম করে মা’কে লাঠি দিয়ে মারে সে। বিবাদের পর তার কাকিমা চলে যাওয়ার পরেই মা’কে লাঠি দিয়ে আঘাত করে সুদীপ্ত কুন্ডু। প্রতিবেশিরা জানিয়েছে, সঙ্গে সঙ্গেই ওই মহিলা অজ্ঞান হয়ে যান।

আহত মহিলাকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়।

“অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। আমরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়েছি”, বলেন ওই প্রতিবেশি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.