This Article is From Aug 14, 2018

নিউটাউনে সিলিকন ভ্যালি হাবের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার নিউটাউনে একশো একরের ওপর জমিতে প্রস্তাবিত সিলিকন ভ্যালি হাবের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউটাউনে সিলিকন ভ্যালি হাবের শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতার কথায়, এই রাজ্য সবসময়ই শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে চলে।

কলকাতা:

সোমবার নিউটাউনে একশো একরের ওপর জমিতে প্রস্তাবিত সিলিকন ভ্যালি হাবের শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি আধিকারিকরা জানিয়েছে, রিলায়েন্স জিও চল্লিশ একর জমির ওপর তথ্য কেন্দ্র তৈরি করবে। “শুধু রাজ্য তথা দেশ নয়। সিলিকন ভ্যালি হাব গোটা বিশ্বের শ্রেষ্ঠ আইটি গন্তব্যগুলির মধ্যে একটা হতে চলেছে”, বলেন মমতা।

তাঁর কথায়, এই রাজ্য সবসময়ই শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করে চলে।

“আমরা অত্যন্ত খুশি যে, রিলায়েন্স গ্রুপ কলকাতায় নতুন স্টেট অব আর্ট ডেটা সেন্টার বা রাষ্ট্রীয় তথ্য গন্তব্য কেন্দ্র গড়ে তুলতে চলেছে। অ্যামাজন, ফুজিসফট, পুরুলিয়া, মালদহ এবং শিলিগুড়ির নতুন তথ্যপ্রযুক্তি পার্কের শিলান্যাসও হল আজ”, গতকাল বলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, অ্যামাজন এবং ফুজিসফটের সঙ্গে হাই-এন্ড তথ্য প্রযুক্তি সমাধানের  জন্য রাজ্য হাত মিলিয়েছিল।

নিউটাউনে পঞ্চাশ একরের বেশি জমিতে নিজেদের নতুন প্রকল্পের কাজ শুরু করবে বলেও জানায় ইনফোসিস।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.