This Article is From Jan 17, 2020

জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন Mamata Banerjee

১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন Jyoti Basu, ২৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ওই ডাকসাইটে বাম নেতা

জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন Mamata Banerjee

West Bangal: প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী

হাইলাইটস

  • জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • ২০১০ সালের ১৭ জানুয়ারি প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
  • টুইট করে প্রাক্তনকে শ্রদ্ধা নিবেদন বর্তমান মুখ্যমন্ত্রীর
কলকাতা:

আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যের রাজনীতির সাক্ষী থাকল বাংলা। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর (Jyoti Basu) মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রয়াত ওই রাজনৈতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানালেন তিনি। চিরদিনই দু'জনের রাজনৈতিক মতাদর্শ একেবারে পৃথক হলেও বেঁচে থাকাকালীন জ্যোতি বসুকে সম্মান ও শ্রদ্ধা করতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাম নেতা তথা রাজ্যের (West Bengal) প্রাক্তন মুখ্যমন্ত্রীর দশম মৃত্যুবার্ষিকীতে (Jyoti Basu's Death Anniversary) টুইট করে তাঁকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী লেখেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু বার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য”। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন জ্যোতি বসু। ২৩ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন তিনি । তাঁর নেতৃত্বে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা, ভূমি সংস্কার ও কৃষকসমাজ উন্নতির মুখ দেখেছিল। মুখ্যমন্ত্রীত্ব থেকে অবসর নেওয়ার পরও বহুদিন সক্রিয় রাজনীতি করেছেন তিনি।

সম্পর্কের ক্ষেত্রে পদবী কোনও প্রভাব ফেলে না, বললেন Mamata Banerjee

২০১০ সালে ১ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জ্যোতি বসু । দীর্ঘ রোগভোগের পর সেই বছরের ১৭ জানুয়ারি মাল্টি-অর্গান ফেলিওর হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের ডাকসাইটে বামপন্থী ওই নেতা।

১৯১৪ সালের ৮ জুলাই জন্ম "জ্যোতিবাবু"র। এই নামেই পরবর্তীকালে সারা দেশে বিখ্যাত হয়ে যান তিনি। ১৯৭৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা ২৩ বছর বাংলার মুখ্যমন্ত্রী পদে ছিলেন জ্যোতি বসু। তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশী সময় ধরে বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা রাজনৈতিক ব্যক্তিত্ব। 

"ওরা চাইলে আমার সরকার ফেলে দিয়ে দেখাক",NPR নিয়ে বৈঠকে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত ভাবে যতই দূরত্ব থাকুক না কেন জ্যোতি বসুর, সেই মত পার্থক্যকে রাজনীতির আঙিনায় সরিয়ে রেখে বরাবরই প্রবীণ রাজনীতিবিদকে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জ্যোতিবাবুর জন্মদিনে তো বটেই, অন্য কোনও বিশেষ দিনেও মিষ্টি ফুল জামাকাপড় নিয়ে তখনকার বিরোধী নেত্রী মমতা জ্যোতি বসুর সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করেছেন বহুবার। পায়ে হাত দিয়ে বর্ষীয়ান মানুষটির আশীর্বাদও নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সৌজন্যের কথা মনে রেখেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দশম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.