This Article is From Apr 27, 2020

লকডাউনে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া মানুষদের সাহায্য করবে সরকার, টুইট মুখ্যমন্ত্রীর

Coronavirus Lockdown: রাজস্থানের কোটায় আটকে পড়া এই রাজ্যের ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন অধীররঞ্জন চৌধুরী

লকডাউনে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া মানুষদের সাহায্য করবে সরকার, টুইট মুখ্যমন্ত্রীর

Coronavirus Lockdown: ভিনরাজ্যে গিয়ে আটকে পড়া মানুষদের পাশে থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী (ফাইল চিত্র)

হাইলাইটস

  • লকডাউনের কারণে অন্য রাজ্যে গিয়ে আটকে পড়া মানুষদের পাশে রাজ্য সরকার
  • সোমবার টুইট করে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • রাজস্থানের কোটা থেকেও ফেরানো হবে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের, আশ্বাস তাঁর
কলকাতা:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ এড়াতে দেশে লকডাউন জারি করা হয়েছে, আপাতত আগামী ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। হঠাৎ করে ট্রেন-বিমান-বাস সহ সমস্ত পরিবহণ বন্ধ হয়ে যাওয়ায় (Coronavirus Lockdown) ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছেন বহু শ্রমিক। লকডাউনের কারণে রাজস্থানের কোটায় আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কয়েকজন ছাত্রছাত্রী। এই পরিযায়ী শ্রমিক এবং ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গে ফেরানোর জন্যে সব রকম ব্যবস্থা করবে রাজ্য সরকার, টুইট করে এমন আশ্বাসই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি টুইটে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ সরকার লকডাউনের কারণে দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া বাংলার বাসিন্দাদের ঘরে ফেরাতে সবরকম সহায়তা করবে। আমি রাজ্য সরকারি আধিকারিকদেরও প্রয়োজনীয় কাজ করার নির্দেশ দিয়েছি। যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ বাংলার কেউই অসহায় বোধ করবেন না। আমি এই কঠিন সময়ে আপনাদের সঙ্গে আছি"।

আরও একটি টুইটে তিনি লেখেন,"আমি ব্যক্তিগতভাবে গোটা বিষয়টির দিকে খেয়াল রাখছি এবং সবাই যাতে সবরকম সহায়তা পায় তা নিশ্চিত করার জন্যে আমরা সব প্রচেষ্টা চালাবো। এই ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কোটায় আটকে থাকা বাংলার সমস্ত শিক্ষার্থীকে খুব তাড়াতাড়ি রাজ্যে ফেরানো হবে"।

চিন থেকে আসা করোনা কিটগুলো 'অনেক বেশি দামে' কিনেছে সরকার, আদালতে মামলা

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দেশের কোচিং সেন্টারের হাব রাজস্থানের কোটা শহরে পড়তে যান রাজ্যের বেশ কিছু ছাত্রছাত্রী। কোটায় আটকে পড়া ওই  ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সময়েই তাঁকে আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো।

স্থগিত পরীক্ষার ব্যাপারে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কোনও চিঠি পায়নি রাজ্য: শিক্ষামন্ত্রী

করোনা ভাইরাসের প্রভাবে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪৬১, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন, রবিবার এমনটাই জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নতুন করে এই ভাইরাসের বলি হয়েছে ২ জন, ফলে এ রাজ্যে করোনার প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে ২০ জন হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ১০,৮৯৩ জনের, তার মধ্যে নতুন করে ১,০১৩ জনের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।

.