This Article is From Jul 23, 2019

অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণ না করার আর্জি, মোদিকে চিঠি মমতার

সোমবার, সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে ত্রিচিতে প্রতিবাদ বিক্ষোভ করেন তিরুচিরাপল্লির অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীরা।

অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণ না করার আর্জি, মোদিকে চিঠি মমতার

মুখ্যমন্ত্রী বলেন, ধীরে ধীরে দেশের শিল্পনীতি বেসরকারি উদ্যোগের পক্ষে সুবিধাজনক হয়ে উঠছে।

কলকাতা:

অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণ না করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নিরাপত্তা এবং দেশের সুরক্ষার কারণেই এর বেসরকারিকরণ করা উচিত নয় বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডসহ দেশের সমস্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রীকে এই চিঠি বাংলার প্রশাসনিক প্রধানের। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সদর দফতর কলকাতায়। চিঠিতে মুখ্যমন্ত্রীর উল্লেখ, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের মোট ৪১টি কারখানা, দেশজুড়ে ৯টি প্রশিক্ষণ কেন্দ্র, এবং কর্মী ও আধিকারিক রয়েছেন ১ লক্ষ ৬ হাজার। দেশের প্রতিরক্ষার জন্য অস্ত্র তৈরি করা এই সমস্ত কর্মীদের ভারতীয় প্রতিরক্ষার চতুর্থস্তম্ভ বলা হয়ে থাকে।

মুখ্যমন্ত্রীর কথায়, “আমি হতবাক এবং অবাক হয়েছি, এটা জেনে যে, আমাদের দেশের প্রতিরক্ষার এই গুরুত্বপূর্ণ স্তম্ভটির বেসরকারিকরণ করা হচ্ছে, ফলে এখনও পর্যন্ত কোনও অংশীদারিত্ব নেই, আলোনা চলছে”। খবর পাওয়া এই পদক্ষেপকে অত্যন্ত স্পর্শকাতর এবং জরুরি বিষয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, এবং তুলে ধরেছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের গুরুত্বের প্রসঙ্গ। দেশে প্রতিরক্ষাবাহিনীর অস্ত্র তৈরি করে এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি খবর পেয়েছি যে, ভারত সরকার কলকাতার অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডসহ অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির বেসরকারিকরণ করা হতে চলেছে। এর ফলে সরকারের এতবড় একটা সম্পদের বেসরকারিকরণ হয়ে যাবে”। চিঠিতে তিনি আরও লেখেন, পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকারের এতবড় একটা “ব্যাখাতীত উদ্যোগ” সম্পর্কে কোনও “আভাস” পায়নি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, “সেই কারণে, আমি আপনাকে অনুরোধ করছি, দেশের সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার কথা ভেবে কর্পোরেটের হাতে দেওয়া এবং বেসরকারিকরণের এই সিদ্ধান্ত স্থগিত করা হোক”।

মুখ্যমন্ত্রী বলেন, ধীরে ধীরে দেশের শিল্পনীতি বেসরকারি উদ্যোগের পক্ষে সুবিধাজনক হয়ে উঠছে।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর উল্লেখ, “ভবিষ্যতে যাতে দেশের হাতে থাকা ক্ষেত্রগুলির ওপর প্রভাব না পড়ে, সেদিকে নজর রাখতে অনুরোধ করব”।

প্রতিরক্ষামন্ত্রকের বিভিন্ন কমিটির প্রস্তাব, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের বেসরকারিকরণ হলে, সেগুলি নিজেদের বোর্ড অফ ডিরেক্টরসদের অধীনে চলবে। সোমবার, সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে ত্রিচিতে প্রতিবাদ বিক্ষোভ করেন তিরুচিরাপল্লির অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীরা।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.