This Article is From Nov 19, 2018

ইংরেজি ভাষায় প্রকাশিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী

তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীটি প্রকাশ করেছে পেঙ্গুইন।

Advertisement
Kolkata

গোটা দেশের সমস্ত বইয়ের দোকানেই পাওয়া যাবে এই জীবনী

কলকাতা:

তাঁর লেখা বইয়ের সংখ্যা কম নয়। কবিতা, প্রবন্ধ, রাজনৈতিক লড়াই- বই আছে তাঁর বহু বিষয়েই। সেইসব বই পাঠকমহলে সমাদৃতও হয়েছে বহুদিন ধরে। এবার বাজারে এল তাঁর জীবনী। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীটি প্রকাশ করেছে পেঙ্গুইন। আজ এই প্রকাশনা সংস্থার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়। গোটা দেশের সমস্ত বইয়ের দোকানেই পাওয়া যাবে এই জীবনী। যার নাম- 'দিদি: দ্য আনটোল্ড মমতা ব্যানার্জি' । ইংরেজিতে তাঁর জীবনীটি লিখেছেন সাংবাদিক সুতপা পাল। কীভাবে কালিঘাটের পটুয়াপাড়ার মেয়েটি নিজের চেষ্টায় দেশের রাজনীতিতে উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে উঠল, তার পূর্ণ বিবরণ রয়েছে এই বইটিতে। দেশের অন্যতম কঠোর নারী বলে বইটিতে উল্লেখ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

তাঁর ছাত্র রাজনীতির জীবন থেকে শুরু করে ৩৪ বছরের বাম-শাসনকে ক্ষমতা থেকে সরিয়ে ২০১১ সালে মমতার মুখ্যমন্ত্রী হওয়ার যে পূর্ণাঙ্গ যাত্রা, তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বইটিতে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কোন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে, তাও জানা যাবে এই বইটি থেকেই।

Advertisement