This Article is From Aug 15, 2018

স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে মমতা

তিনি বলেন, “আমাদের মহান জাতি ও দেশের সমস্ত ভাই-বোনদের উদ্দেশে জানাই সালাম...।'' ''''

স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে মমতা

মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:

বাহাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “আমাদের মহান জাতি ও দেশের সমস্ত ভাই-বোনদের উদ্দেশে জানাই সালাম। প্রতি বছরের মতো এই বছরেও আমরা মধ্যরাতে উদযাপন করব স্বাধীনতা দিবস। জয়হিন্দ। বন্দেমাতরম”। টুইটারে লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও লেখেন, "যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের মহান নেতা ও বিপ্লবীরা। তা সার্থক করে তোলাই হোক আমাদের লক্ষ্য"। 

তিনি রেড রোডে পনেরোই অগস্টের সকালে সরকারিভাবে স্বাধীনতা দিবস উদযাপন নিয়েও জানান নিজের টুইটে। প্রতি বছরই পুলিশ কর্মী, নাগরিক সমাজের সদস্য, সামাজিক প্রতিষ্ঠান ও স্কুল পড়ুয়াদের নিয়ে হওয়া স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটির সাক্ষী থাকে তিলোত্তমা। রেড রোডের ওই অনুষ্ঠানে প্রতি বছর পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.