This Article is From Sep 24, 2018

ইতালির বিনিয়োগকারীদের রাজ্যে চর্ম শিল্পে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

ইতালির মিলানে উদ্যোগপতিদের এ রাজ্যে এসে চর্মশিল্পে বিনিয়োগ করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতালির বিনিয়োগকারীদের রাজ্যে চর্ম শিল্পে বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর

শিল্প আনতে 12 দিনের জন্য জার্মানি এবং ইতালি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

হাইলাইটস

  • এ রাজ্যে এসে চর্মশিল্পে বিনিয়োগ করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী
  • ইতালির চর্ম শিল্পের খ্যাতি দেশের সীমা ছড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়
  • জার্মানি হয়ে এখন ইতালিতে রয়েছেন তিনি।
কলকাতা:

ইতালির মিলানে উদ্যোগপতিদের এ রাজ্যে এসে চর্মশিল্পে বিনিয়োগ করার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতালির চর্ম শিল্পের খ্যাতি দেশের সীমা ছড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়। সে কথা স্মরণ সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা মানেই ব্যবসা। ইতালি চর্ম শিল্পের জন্য বিখ্যাত। আপনারা আমাদের রাজ্যে চর্ম শিল্পে বিনিয়োগ করতে আসুন। পাশাপাশি পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানও বুঝিয়ে দেন তিনি। বাংলায় ব্যবসা করলে যে তাঁরা আর্থিক ভাবে উপকৃত হবেন সেকথাও বলেন মমতা। যে কোনও শিল্পস্থাপনের ক্ষেত্রে দক্ষ শ্রমিকের প্রয়োজন পড়ে। সে ব্যাপারে দেশের মধ্যে বাংলার অবস্থান যে উপরের দিকে তাও জানান  মুখ্যমন্ত্রী।

শিল্প আনতে 12 দিনের জন্য জার্মানি এবং ইতালি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। জার্মানি হয়ে এখন গিয়েছেন ইতালিতে । এই সফরে একাধিক বণিক সভার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিনিয়োগ করলে শিল্প সংস্থাগুলির কী কী ধরনের লাভ হবে তা  তুলে ধরছেন তিনি। তবে এই  সফর ঘিরে রাজনৈতিক  চর্চাও তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রী যেদিন রাজ্য ছেড়ে যান সেদিনঅ আগুনে পড়ে বাগরি মার্কেট।  এর কয়েকদিন বাদে ইসলামপুরে প্রাণ যায় দুই ছাত্রের। পরিবারের দাবি প্রাণ গিয়েছে পুলিশের গুলিতে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। বিদেশ সফরে থাকা মুখ্যমন্ত্রী সন্দেহ প্রকাশ করেছেন ঘটনার সময়কাল নিয়ে। তাঁর মতে তিনি রাজ্যের বাইরে গেলে পরিকল্পিত ভাবে এ ধরনের ঘটনা ঘটান হয়। অন্যদিকে  কংগ্রেস বিজেপি বা সিপিএমের মতো বিরোধী দলগুলি কটাক্ষ করে বলেছে  যখন বাজার পুড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে তখন আমাদের মুখ্যমন্ত্রী শিল্ল আনার নামে বিদেশে ছুটি কাটাচ্ছেন।

           

.