Jammu and Kashmir: কুলগামে সন্ত্রাসহানায় মৃতদের নিয়ে রাজনীতি না করার অনুরোধ করলেন রাজ্যপাল
কলকাতা: সন্ত্রাসের নিন্দা অবশ্যই করুন কিন্তু দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না. রাজ্যের রাজনৈতির দলগুলির উদ্দেশে এমন বার্তাই দিতে শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনকরকে। রাজ্যপালের (Jagdeep Dhankhar) কাছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে সন্ত্রাসহানায় রাজ্যের ৫ শ্রমিকের মৃত্যুর প্রসঙ্গে জানতে চাওয়া হলে ওই বার্তা দেন তিনি। রাজ্যপাল বলেন যে "যে কোনও জায়গায়, স্থানীয় বা অন্য কোথাও" হিংসার ঘটনা অবশ্যই নিন্দনীয়। "স্থানীয় বা অন্য কোথাও হওয়া যে কোনও হিংসার ঘটনার নিন্দা করা উচিত। আমরা যদি সর্দার প্যাটেলের মন্ত্রে বিশ্বাস করি তবে আমাদের কখনোই হিংসার ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়", বলেন ধনকর। "এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আমার হৃদয়ও এই ঘটনায় রক্তাক্ত হয়েছে", বলেন রাজ্যপাল। জগদীপ ধনকর (West Bengal Governor) দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই কথাগুলি বলেন।
ধনকর বুধবার জম্মু ও কাশ্মীরের মুর্শিদাবাদ জেলার ৫ শ্রমিকের হত্যার ঘটনাকে 'কাপুরুষোচিত আচরণ' বলে উল্লেখ করেন এবং শোকার্ত পরিবারগুলির জন্যে সরকারকে সাহায্য করার অনুরোধ করেন। ধনকর এর আগেও মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের হত্যাকাণ্ড এবং অন্য নানা রাজনৈতিক সংঘর্ষের ঘটনা নিয়েও শোক প্রকাশ করেন।
কাশ্মীরে মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক হত্যায় ‘স্তম্ভিত' মমতা! পরিবারকে সাহায্যের আশ্বাস
বৃহস্পতিবার প্রকাশিত রাজভবনের এক বিবৃতিতে রাজ্যপালের পক্ষ থেকে বলা হয়েছে, "৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীর রাজ্যটি এই দিন থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করল, রাজ্যটি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এই কারণেই এই অনুষ্ঠানটি ঐতিহাসিক মাত্রা পেয়েছে", এটি সর্দার প্যাটেলের প্রতি উপযুক্ত শ্রদ্ধাঞ্জলি বলেও উল্লেখ করেন তিনি। রাজ্যপাল এও মনে করিয়ে দেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালেই প্রথম সর্দার প্যাটেলের জন্মদিনটিকে 'জাতীয় একতা দিবস' হিসাবে পালন শুরু করেছিলেন।
কুলগামে হত্যা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ রাজ্যের রাজনৈতিক দলগুলির
কুলগামে মুর্শিদাবাদের পাঁচ জন শ্রমিকের মৃত্যুর জন্যে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইটে লিখেছিলেন, ‘‘কাশ্মীরে হওয়া চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনায় পাঁচজন নির্দোষ শ্রমিককে পূর্ব পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে নৃশংস ভাবে। আমরা অত্যন্ত মর্মাহত। এই মুহূর্তে কাশ্মীরে কোনও রাজনৈতিক সক্রিয়তা নেই এবং ভারত সরকারের অধীনে রয়েছে আইন শৃঙ্খলা।''
কুলগামে জঙ্গি হানায় শ্রমিকদের হত্যা ‘‘পূর্ব পরিকল্পিত'', তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর
তিনি আরও জানান, ‘‘আমরা জোরালো তদন্তের দাবি জানাই, যেখান থেকে আসল সত্যিটা বেরিয়ে আসবে। দক্ষিণবঙ্গের এডিজি শ্রী সঞ্জয় সিংকে জানিয়েছি ওঁদের থেকে বিস্তারিত ভাবে বিষয়টি জানার জন্য। আমাদের দলীয় সাংসদ ও বিধায়করা মুর্শিদাবাদে আক্রান্তদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। আক্রান্তদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবে আমাদের সরকার। এবং তাঁদের সব রকমের সাহায্য আমরা করব।''
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)