This Article is From Jan 07, 2019

দিলীপ ঘোষের মন্তব্যেই পরিষ্কার, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া আছে, বললেন সোমেন

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, তৃণমূল ও বিজেপির মধ্যে  'বিশেষ বোঝাপড়া' যে রয়েছে।

Advertisement
Kolkata

তৃণমূল ও বিজেপির মধ্যে  'বিশেষ বোঝাপড়া' যে রয়েছে, এই মন্তব্যই তার প্রমাণ

কলকাতা:

কয়েকদিন আগেই রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হওয়ার সেরা সুযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। সেই মন্তব্যের দিকে আলো ফেলে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, তৃণমূল ও বিজেপির মধ্যে  'বিশেষ বোঝাপড়া' যে রয়েছে, এই মন্তব্যই তার প্রমাণ। তাঁর কথায়,"দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নিয়ে, সেটাকে হালকাভাবে দেখলে ভুল হবে। বরং, রাজ্যে এই দুই দলের মধ্যে 'বোঝাপড়া'র ব্যাপারটা এই মন্তব্য থেকে পরিষ্কার। আমরা তো এই কথা অনেকদিন ধরেই বলছি। এখন ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে এল"।  

প্রসঙ্গত, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীত্ব নিয়ে উপহাসের ছলে মন্তব্য করেছিলেন তা রবিবার সাংবাদিকদের জানান দিলীপ ঘোষ৷ 

সোমেন মিত্র যদিও দিলীপ ঘোষের এই 'ইউ টার্ন'কে 'অতি খারাপ অজুহাত' বলে নস্যাৎ করে দিয়ে বলেন, এই দুই রাজনৈতিক দলের মধ্যে কীরকম বোঝাপড়া রয়েছে, তা রাজ্যের মানুষ ভালোই টের পাচ্ছেন এখন৷

Advertisement
Advertisement