This Article is From Nov 26, 2018

তৃণমূলের বিগ্রেড সমাবেশে যোগ দেবে না সিপিআই

 তৃণমূলের বিগ্রেড সমাবেশে  যোগ দেবে না সিপিআই। ১৯ জানুয়ারি বিজেপি বিরোধী দলগুলিকে  বিরাট সমাবেশের আয়োজন করেছে  তৃণমূল।

Advertisement
Kolkata

তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতিও

Highlights

  • তৃণমূলের বিগ্রেড সমাবেশে যোগ দেবে না সিপিআই
  • ১৯ জানুয়ারি বিজেপি বিরোধী দলগুলিকে বিরাট সমাবেশের আয়োজন করেছে তৃণমূল
  • তাতে হাজির থাকার জন্য সিপিআইকে আমন্ত্রণ জানিয়েছিল তৃণমূল
কলকাতা:

তৃণমূলের বিগ্রেড সমাবেশে  যোগ দেবে না সিপিআই। ১৯ জানুয়ারি বিজেপি বিরোধী দলগুলিকে  বিরাট সমাবেশের আয়োজন করেছে  তৃণমূল। তাতে  হাজির থাকার জন্য সিপিআইকে  আমন্ত্রণ জানিয়েছিল তৃণমূল। তাতেই হাজির না থাকার সিদ্ধান্ত নিল সিপিআই। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় জানান সর্ব ভারতীয় ক্ষেত্রে সিদ্ধান্ত কী হবে তা তাঁর জানা নেই। তবে তাঁরা তৃণমূলের সমাবেশে  যাবেন না। তাঁর দাবি  একদিকে  তৃণমূল  দলীয় সমাবেশে বাম দল গুলিকে আমন্ত্রণ জানাচ্ছে আর  অন্যদিকে বামেদের আক্রমণ করছেন। তাছাড়া তৃণমূল আদৌ বিজেপির বিরুদ্ধে লড়তে চায় কিনা সে প্রশ্নও তোলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক।

বিরোধী নেতাদের দলের বিগ্রেড সমাবেশে হাজির থাকার আমন্ত্রণ জানাতে দিল্লি যাচ্ছেন মমতা

কয়েক দিন আগে  বিজেপি বিরোধী শক্তি হিসেবে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর মতে অতীতের একাধিক ঘটনা থেকে স্পষ্ট  বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলের সততার অভাব আছে। আর তাই জাতীয় স্তরে  কংগ্রেস যখনই কোনও  প্রতিবাদ সভার ডাক  দিয়েছে তখনই হয় তৃণমূল অনুপস্থিত থেকেছে নয়ত  সাংসদ পাঠিয়ে কর্তব্য সেরেছে। প্রদেশ সভাপতি বলেন নোটবন্দি নিয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল সুর  চড়িয়েছিল। কিন্তু দুই সাংসদ ( সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পাল) গ্রেফতার হওয়ার পরই নোটবন্দির প্রশ্নে সুর নরম করে তৃণমূল। রাফাল দুর্নীতি নিয়েও তৃণমূল  ভারসাম্য রেখে  চলেছে  বলে দাবি করেন প্রদেশ সভাপতির।   

Advertisement

                                                                                                             

Advertisement