মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বসবাস করছেন যারা তাঁদের বাংলায় কথা বলতে শিখতে হবে।
কলকাতা: হাসপাতালে ঝামেলা পাকিয়েছে কারা? এই প্রশ্নে ফের চেনা উত্তরেই আস্থা রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)। উত্তর সকলেরই চেনা, উত্তর ‘বহিরাগত' (outsiders)! রাজ্যজুড়ে চলতে থাকা ডাক্তারদের কর্মবিরতিতে থমকে রয়েছে চিকিৎসার মতো জরুরি পরিষেবা, শয়ে শয়ে চিকিৎসক ইস্তফা দিচ্ছেন এই রাজ্যে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ডাক্তারের বেশে ঝামেলা পাকাচ্ছেন ‘বহিরাগত'রা। কাঁচরাপাড়ায় একটি দলীয় সমাবেশে মমতা বলেন, “বহিরাগতরা ডাক্তারদের উত্তেজিত করছে। আমি ঠিক বলেছি যে ওরাই গতকালের প্রতিবাদে জড়িত ছিল, আমি এসএসকেএমে (at SSKM hospital) ওদের স্লোগান দিতে শুনেছি।"
প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতিতে পথে খোদ মুখ্যমন্ত্রী মমতার ডাক্তারি পড়ুয়া ভাইপো
এছাড়াও বাঙালি ও সংখ্যালঘুদের ওপর হামলা চালানোর দায়ে বিজেপিকে দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে বসবাস করছেন যারা তাঁদের বাংলায় কথা বলতে শিখতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, “যেহেতু তারা (বিজেপি) ইভিএমে কারপচুপি করে কয়েকটি আসন জিতেছে, এর অর্থ এই নয় যে তারা বাঙালি ও সংখ্যালঘুদেরকে মারবে। আমরা এটা সহ্য করব না। পুলিশ গুণ্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেউ যদি বাংলায় বাস করে তবে তাকে বাঙলা ভাষা শিখতে হবে।”
অন্যদিকে, প্রতিবাদকারী চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর নিঃশর্ত ক্ষমা দাবি করার পাশাপাশি তাদের চার দিন ধরে চলতে থাকা ধর্মঘট প্রত্যাহারের জন্য ছয়টি শর্তও দিয়েছেন রাজ্য সরকারকে।
জুনিয়র ডাক্তারদের যৌথ ফোরামের এক মুখপাত্র ডাঃ অরিন্দম দত্ত বলেন (Dr Arindam Dutta), “গতকাল এসএসকেএম হাসপাতালে মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে বক্তব্য রেখেছেন, তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃশর্ত ক্ষমা দাবি করছি। তিনি যা বলেছেন তেমনটা তাঁর বলা উচিৎ হয়নি।”
মমতা ক্ষমা চান, চাইছেন চিকিৎসকরা, ধর্মঘট তুলে নিতে ছয় শর্ত
বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল পরিদর্শনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ‘বহিরাগতরা' বিঘ্ন সৃষ্টির জন্য মেডিকেল কলেজে প্রবেশ করেছিল এবং বাম ও বিজেপি মিলে এখানে ষড়যন্ত্র করেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই চিকিৎসকদের ধর্মঘটের জন্য দোষারোপ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Union Health Minister Harsh Vardhan) মুখ্যমন্ত্রীকে অনুরোধও করেছেন, “বিষয়টিকে প্রেস্টিজ ইস্যু বানিয়ে ফেলবেন না।”