শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee hospitalised) কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাতে। ৭৫ বছর বয়সী সিপিআই (এম) এর এই প্রবীণ নেতার (Former West Bengal Chief Minister
Buddhadeb Bhattacharjee) রক্তচাপও বেশ কমের দিকেই। বেসরকারি ওই হাসপাতালের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বুদ্ধদেব ভট্টাচার্যকে রাত ৮ টার কিছু পরে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা বেশ গুরুতর বলেই মনে হচ্ছে। আমরা তড়িঘড়ি ওঁর চিকিৎসার বন্দোবস্ত করেছি। বর্তমানে আইটিইউতে রাখা হয়েছে তাঁকে।”
“আজ বিকেলেই শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় তাঁর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তচাপও বেশ উদ্বেগজনকভাবেই হ্রাস পেয়েছে। আমরা প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করছি,” বলেন ওই কর্মকর্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে বুদ্ধদেবের স্বাস্থ্য বিষয়ে কথাও বলেন।
বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যায় ভুগছেন। বেশ কিছুকাল ধরেই অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা Chronic Obstructive Pulmonary Disease শরীরে বাসা বেঁধেছে তাঁর। বেশ কিছুর দিন ধরেই চোখের দৃষ্টিও কমে আসছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। সূর্যকান্ত মিশ্রের মতো প্রবীণ নেতারাও শুক্রবার হাসপাতাল পরিদর্শন করেছেন।
২০০০ সাল থেকে শুরু করে ২০১১ পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে সিপিআই (এম) এর পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য সচিবালয় থেকে অসুস্থতার কারণেই পদত্যাগ করেন তিনি। তাঁকে জনসমক্ষে শেষবার দেখা গিয়েছিল ব্রিগেডের ময়দানে দলের মহাসমাবেশে ৩ ফেব্রুয়ারি।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)