তাঁর স্বামী এমএভি রাজুকেও গ্রেফতার করেছে পুলিশ।
কলকাতা: ফের বিতর্কে নাম জড়াল পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ প্রধান ভারতী ঘোষের। এবার তাঁর নামে অভিযোগ দায়ের হল হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায়। তাঁর নামে এই অভিযোগ দায়ের করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। শনিবার জানান পুলিশ আধিকারিক একথা জানান। পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানায় ওই মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।
“দুর্নীতি দমন আইন অনুসারে ওই মামলা দায়ের করা হয়েছে”, জানান সিআইডির ডেপুটি ইনস্পেকটর জেনারেল নিশাদ পারভেজ।
সিআইডি ইতিমধ্যেই জুলুমবাজি ও ষড়যন্ত্র মামলায় ভারতী ঘোষ ও তাঁর অধীনে কাজ করা বহু পুলিশ অফিসারের নামে অভিযোগ দায়ের করেছে। এই জুলুমবাজির মামলাতেই গত 7 অগস্ট তাঁর স্বামী এম এ ভি রাজুকে গ্রেফতার করে পুলিশ। কলকাতা হাইকোর্ট থেকে তাঁর আগাম জামিনের আবেদন বাতিল হয়ে যাওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)