This Article is From Sep 18, 2018

Fake Currency Note: পাঁচ লক্ষ টাকার জাল নোট সমেত কলকাতা থেকে গ্রেফতার এক ব্যক্তি

Fake Currency Note: কলকাতা থেকে জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সোমবার। গতকাল এসপ্ল্যানেড অঞ্চল থেকে পাঁচ লক্ষ টাকার জাল নোট সমেত গ্রেফতার করা হল এক ব্যক্তিকে

Advertisement
অল ইন্ডিয়া Translated By

Fake Currency Note: দু'হাজার টাকার নোটে ছিল সব টাকা

কলকাতা:

বহু ধরপাকড়ের পরেও, সরকারি সিলমোহর পড়ে যাওয়া কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার পরেও আটকানো যায় না জাল নোটের কারবার। তা চলতেই থাকে।

ফের কলকাতা থেকে জাল নোট উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। সোমবার। গতকাল এসপ্ল্যানেড অঞ্চল থেকে পাঁচ লক্ষ টাকার জাল নোট সমেত গ্রেফতার করা হল এক ব্যক্তিকে বলে জানায় পুলিশ।

সবই দু’হাজার টাকার নোটে ছিল বলে জানায় পুলিশ। যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তার নাম মুজিবর শেখ।

বাড়ি মালদহ জেলায় বলে জানান এক পুলিশকর্তা। আজ অভিযুক্তকে আদালতে তোলা হবে বলেও জানান ওই পুলিশকর্তা।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement