This Article is From Nov 20, 2018

যত্রতত্র থুতু ফেলার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে রাজ্য

রাস্তায় যত্রতত্র থুতু ফেলার ওপর এবার কঠোর বিধিনিষেধ আরোপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ মঙ্গলবার এই কথা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম

যত্রতত্র থুতু ফেলার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে রাজ্য

এই আইনটি একইরকমভাবে বলবৎ হবে

কলকাতা:

রাস্তায় যত্রতত্র থুতু ফেলার ওপর এবার কঠোর বিধিনিষেধ আরোপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আজ মঙ্গলবার এই কথা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শহরের সৌন্দর্যায়ন নিয়ে তাঁর শাসনকালের প্রথমদিনটি থেকেই যথেষ্ট সচেতন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তটিও তাঁর নেওয়া। মুখ্যমন্ত্রীর উপদেশ মেনেই রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। যে কমিটি এই মুহূর্তে থাকা আইনটির সংশোধন করে আইনভঙ্গকারীদের আরও কঠিন শাস্তি দেওয়া যায় কীভাবে, তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিকদের আজ এই কথা বলেন পুরমন্ত্রী৷ নবান্নের এক পদস্থ আধিকারিক জানান, ২০০৩ সালে যত্রতত্র থুতু ফেলার জন্য রাজ্য সরকার আইন করে ২০০ টাকা জরিমানা করার ব্যবস্থা করেছিল। 

"প্রকাশ্য রাস্তায় শুধু থুতু ফেলার ব্যাপারে ওই আইনের ফলে নিষেধাজ্ঞা রয়েছিল, তা-ই নয়। তার জন্য একটি জরিমানার অঙ্কও ধার্য করা হয়েছিল। পশ্চিমবঙ্গ হল এই দেশের গুটিকয়েক রাজ্যের মধ্যে একটি, যেখানে এই আইনটি রয়েছে। শুধু শহর নয়। মফসসলেও এই আইনটি একইরকমভাবে বলবৎ হবে", বলেন তিনি। 

জানা গিয়েছে, বর্তমানে যত টাকা জরিমানার অঙ্ক রয়েছে, তার থেকে আরও পাঁচ গুণ বাড়ানো হবে। 

রাজ্যবাসী এখন এই নতুন আইন কতটা মানে, দেখার এখন সেটাই।

.