নিউ দিল্লি: সিবিআই অভিযোগ জানিয়েছিল, সারদা চিটফান্ড কেলেঙ্কারীর মামলার তদন্তে বাধা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সুপ্রিম কোর্ট এই অভিযোগ অস্বীকার করল রাজ্য সরকার। এর আগে রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ অভিযোগ জানিয়েছিল, গত ৩ ফেব্রুয়ারি কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বাড়িতে কোনও বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করার চেষ্টা করেছিল সিবিআই। সিবিআই-এর বিরুদ্ধে শীর্ষ আদালতে আলাদা আলাদা পিটিশন দাখিল করেছিলেন রাজ্যের মুখ্যসচিব মলয় কুমার দেন, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার এবং ডিজিপি বীরেন্দ্র কুমার। এই তিনজনের পিটিশনেই একটি বিষয়ের উল্লেখ ছিল। তা হল, সারদা মামলায় রাজ্য সরকার কোনওরকম হস্তক্ষেপ করেনি।
বুধবার টানা পঞ্চমদিন জিজ্ঞাসাবাদ রাজীব কুমারকে
সেই সঙ্গে সিবিআই-এর অভিযোগ, সারদা মামলা সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ তথ্য লোপাট করে দিয়েছেন রাজীব কুমার, তাও সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে কলকাতা পুলিশ। তাঁরা আরও দাবি করেন, ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না চলাকালীন ধর্না মঞ্চে কোনও পুলিশ কর্তা উপস্থিত ছিলেন না।
পুলিশ কমিশনার-কুনাল ঘোষকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন বেঞ্চটি জানায়, সমস্ত হলফনামা পরীক্ষা করে দেখার পর আদালত সিদ্ধান্ত নেবে এই তিনজনকে ২০ ফেব্রুয়ারি উপস্থিত থাকতে হবে কি না। আদালত এই কথাও জানিয়ে দেয় যে, এই ব্যাপারে সমস্ত তথ্য তারা রাজ্য সরকারের মুখ্যসচিব মলয় কুমার দে'কে জানিয়ে দেবে।