বিজেপির প্রতিনিধিদলটিতে থাকবেন মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার।
কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার বুধবার বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে লালবাজারে দেখা করে তাদের দলের 'রথযাত্রা'র অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করার নির্দেশ দিল। পশ্চিমবঙ্গ বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিজেপিকে একটি চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার। সেই চিঠিতে বলা হয়েছে, আজ লালবাজারে গিয়ে তাঁদের রথযাত্রা বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। গত ৭ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ১২ ডিসেম্বরের মধ্যে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপিকে বিজেপির তিনজন প্রতিনিধির সঙ্গে ১২ ডিসেম্বরের মধ্যে বৈঠক করে রথযাত্রা নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে হবে ১৪ ডিসেম্বরের মধ্যে।
প্রয়াত হলেন বিধানসভার ডেপুটি স্পিকার
জয়প্রকাশ মজুমদার বলেন, "বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের লালবাজারে যেতে বলা হয়েছে। আমরা ওখানে সময়মতোই পৌঁছে যাব"।
এনআরসি তালিকায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট
বিজেপির প্রতিনিধিদলটিতে থাকবেন মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় এবং জয়প্রকাশ মজুমদার।