This Article is From Nov 27, 2018

রাজ্য সরকার বাতিল করে দিল প্রস্তাবিত 'জব ফেয়ার'

'জব ফেয়ার'। অর্থাৎ, চাকরি সংক্রান্ত মেলা।  এই 'জব ফেয়ার'ই  বাতিল করে দিল রাজ্য সরকার।

Advertisement
Kolkata

রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা টেন্ডার ডাকা হয়েছিল সম্প্রতি

কলকাতা:

'জব ফেয়ার'। অর্থাৎ, চাকরি সংক্রান্ত মেলা।  এই 'জব ফেয়ার'ই  বাতিল করে দিল রাজ্য সরকার। রাজ্যের কারিগরী শিক্ষা মন্ত্রক আয়োজিত একটি জব ফেয়ারের আয়োজন করার কথা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই জব ফেয়ার উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা টেন্ডার ডাকা হয়েছিল সম্প্রতি। সংবাদসংস্থা পিটিআইকে এক রাজ্য সরকারি কর্তা জানান, পুলিশ জানিয়েছে তাঁরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে পারবে না এই জব পজেয়ারের জন্য যে কারণে এটি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্যের কারিগরী শিক্ষা মন্ত্রকের সচিন রোশনি সেন জানান, বিধানসভার চলতি শীতকালীন অধিবেশনের কারণে বাতিল হয়ে গেল এই মেলা। নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। 

তিনি জানান, কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত সার্টিফিকেট পাওয়া ব্যক্তিরাই ছিলেন এই মেলার আসল 'লক্ষ্য'। যাঁরা ঘটনাচক্রে 'উৎকর্ষ বাংলা' প্রকল্পের অধীনে রয়েছেন। 

অবশ্য, এর অন্য একটি দিকও রয়েছে। মেলা বাতিলের খবর শুনে মুখ টিপে হাসছেন নামপ্রকাশে অনিচ্ছুক কেউ কেউ। তাঁদের টিপ্পনী, যে রাজ্যে চাকরিই নেই, সেখানে 'জব ফেয়ার' হবেই বা কী করে!

Advertisement
Advertisement