Read in English
This Article is From Dec 15, 2018

সরকার ১,০০০ কোটি টাকার বেশি অনুদান দিয়েছে চা বাগানের জন্য, বললেন মমতা

২০১১ সালে তাঁরা প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ১,০০০ কোটি টাকা দিয়েছে রাজ্যের চা-বাগানগুলির উন্নতিপ্রকল্পে, আজ এই কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Kolkata

২০০৫ সালে আন্তর্জাতিক চা দিবস পালন করা হয় বিশ্বের বিভিন্ন দেশে

কলকাতা:

পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁরা প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ১,০০০ কোটি টাকা দিয়েছে রাজ্যের চা-বাগানগুলির উন্নতিপ্রকল্পে, আজ এই কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে নিজের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য দেন মমতা। তিনি জানান, ২ টাকা কেজি দরে ৩৫ কেজি চাল তাঁর সরকার দিয়েছে চা বাগানের কর্মীদের।

মেঘালয়ে ৩২০ ফুট গভীর গর্তে আটকে পড়লেন ১৩ জন, এখনও উদ্ধার করা যায়নি একজনকেও

"আজ আন্তর্জাতিক চা দিবস। বাংলায় আমরা ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত চা বাগানের উন্নতির লক্ষ্যে ১,০০০ কোটি টাকার বেশি খরচ করেছি। এছাড়া, চা বাগানের কর্মীদের ২ টাকা কেজি দরে ৩৫ কেজি চাল দিয়েছি। প্রতিটি চা বাগানে বিনামূল্যে জল সরবরাহের ব্যবস্থা করেছি"। 

Advertisement

রথযাত্রার জন্য অনুমতি দেবে কি রাজ্য সরকার, আজ পর্যন্ত অপেক্ষা করবে বিজেপি

২০০৫ সালে আন্তর্জাতিক চা দিবস পালন করা হয় বিশ্বের বিভিন্ন দেশে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নেপাল, ইন্দোনেশিয়া সহ অন্যান্য বিভিন্ন দেশ র‍য়েছে এই তালিকায়।

Advertisement
Advertisement