বুধবার সন্ধ্যায়, দক্ষিণ কলকাতায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী
কলকাতা: দারিদ্রদূরীকরণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Vinayak Banerjee) তত্ত্ব, একে দীর্ঘমেয়াদী সাহায্য করবে, বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নিজের এই মতামত ট্যুইটারে তুলে ধরেন মু্খ্যমন্ত্রী, এবং বুধবার নোবেল জয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এর ছবিও শেয়ার করেন তিনি। ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “গতকাল আমি আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করেছি। দারিদ্র দুরীকরণে, তাঁর পরীক্ষামূলক পদক্ষেপ, এবং অবদান মানুষের কাজে আসবে, তাঁকে নিয়ে গর্বিত বাংলা”। বুধবার সন্ধ্যায়, দক্ষিণ কলকাতায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী, ছিলেন সরকারি আধিকারিকরাও।
বৃহস্পতিবার, আন্তর্জাতিক দারিদ্রদুরীকরণ দিবসে মুখ্যমন্ত্রী ট্যুইটে লেখেন, “আমাদের বাংলার সরকার দারিদ্রদুরীকরণে প্রতিশ্রুতিবদ্ধ, বেকারত্ত্ব কমানো, অশিক্ষার সঙ্গে লড়াই করা এবং মানবধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ”।
১৯৮৭-এ ১৭ অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক দারিদ্র দুরীকরণ দিবস হিসেবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ, দারিদ্র দুরীকরণের প্রয়োজনীয়তাকে উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নেয় রাষ্ট্রসংঘ।
NDTV বাংলার মুখোমুখি সারেগামাপা খ্যাত গৌরব, দেখুন ভিডিও:
বুধবার নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এর সময়, দারিদ্র দুরীকরণে, রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলী বন্দ্যোপাধ্যায় নিজেও একজন অর্থনীতিবিদ। কৃষি, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, নারী ও শিশু কল্যাণ দফতরের মতো ক্ষেত্রগুলিতে বিভিন্ন প্রকল্প নিয়ে তাঁর সাহায্য চাইবেন বলে নির্মলা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)