মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সাত বছরে এই প্রকল্পের জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ করেছে৷
কলকাতা: অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় আনার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সোমবার একটি বিবৃতির মাধ্যমে এই কথা জানানো হয়। পাঁচটি প্রকল্পকে এক ছাতার তলায় এনে ২০১৭ সালের এপ্রিল মাসে একটি প্রকল্প তৈরি করা হয়৷ যার নাম দেওয়া হয়েছিল সামাজিক সুরক্ষা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার সাত বছরে এই প্রকল্পের জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ করেছে৷ "এই প্রকল্পের ফলে অসংগঠিত ক্ষেত্রে কর্মীরা বাৎসরিক ২০,০০০ টাকা করে সুবিধা পাবেন। এছাড়া, হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত সমস্যার জন্য এই অর্থ ৬০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এছাড়া, কোনও কর্মীর বয়স ৬০ পেরোলে, তিনি প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও পাবেন", জানানো হয় ওই সরকারি বিবৃতিতে।
পূণ্যস্নানের আগে সাগরে ভিড় জমিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ
রাজ্যের শ্রমমন্ত্রী জানান, ১ কোটির বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া, অনেক বেশিসংখ্যক কৃষককে মিনিমাম সাপোর্ট প্রাইস (এমএমপি) বা নূন্যতম সহায়ক মূল্য দেওয়ার লক্ষ্যে সরকার ইতিমধ্যেই ১,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।