This Article is From Dec 29, 2018

আগুন লাগার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষকে দায়ী করল রাজ্য সরকার

মেট্রোতে আগুন লাগার দায় মেট্রোরেল কর্তৃপক্ষের ওপর চাপাল রাজ্য সরকার। রাজ্যের দমকলমন্ত্রী জানান, যাত্রীদের সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখার জন্য মেট্রো কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছিলেন তাঁরা।

আগুন লাগার ঘটনায় মেট্রো কর্তৃপক্ষকে দায়ী করল রাজ্য সরকার

বৃহস্পতিবার আচমকা চলন্ত মেট্রোতে আগুন লেগে যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে।

কলকাতা:

মেট্রোতে আগুন লাগার দায় মেট্রোরেল কর্তৃপক্ষের ওপর চাপাল রাজ্য সরকার। রাজ্যের দমকলমন্ত্রী জানান, যাত্রীদের সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখার জন্য মেট্রো কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছিলেন তাঁরা।  "এই ঘটনা যে মেট্রো কর্তৃপক্ষের গাফিলতির জন্য ঘটেছে সেই কথা কেউ অস্বীকার করতে পারবে না। পুরো ব্যাপারটার তদন্ত দরকার", বলেন দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার আচমকা চলন্ত মেট্রোতে আগুন লেগে যায়। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। অল্প জখমও হন কেউ কেউ। যাত্রীদের মধ্যে আতঙ্কে প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়া, আগুন লাগার পরেও যে মেট্রো কর্তৃপক্ষ তাঁদের কোনও সাহায্য করেননি, তা নিয়েও অভিযোগ করেন যাত্রীরা। 

আচমকা আগুন লেগে গেল মেট্রোতে, ধোঁয়ায় অসুস্থ ১৬ জন যাত্রী

সংবাদসংস্থা পিটিআইকে দমকলের অধিকর্তা জগমোহন বলেন, "যাত্রীদের সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ জারি করে আমরা মেট্রো কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠাব। কোনওরকম গাফিলতি টের পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে"৷

Kolkata Metro Fire: পাতাল- পথে আতঙ্কের রেশ এখনও কাটেনি

শুক্রবার পুলিশ ও দমকলের মধ্যে বৈঠক হয়। আপৎকালীন পরিস্থিতিতে এই দুই দফতরের মধ্যে কীভাবে সহজতম ও দ্রুততম উপায়ে সংযোগরক্ষা করা হবে, আলোচনা করা হবে তা নিয়েও৷



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.