This Article is From Aug 18, 2018

আগামী পাঁচ বছরে আরও 2000 মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রাজ্যের

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপধ্যায় জানালেন আগামী পাঁচ বছরে আরও 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ।

আগামী পাঁচ বছরে আরও 2000 মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রাজ্যের

পাঁচ বছরে আরও দু’হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

কলকাতা:

নিজেদের শক্তিসম্পদ আরও বাড়ানোর জন্য তৎপর হল রাজ্য। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপধ্যায় জানালেন আগামী পাঁচ বছরে আরও 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের পুরনো বিদ্যুৎ ইউনিটগুলিকে বদলে দিয়ে অত্যাধুনিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে বলেও ঘোষণা করলেন তিনি। সিএলএল আয়োজিত এনার্জি কনক্লেভ 2018 সম্মেলনে এসে এই কথা বলেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন, “আমাদের নিজেদের বিদ্যুৎ উৎপাদনের মোট ক্ষমতা 9000 মেগাওয়াট। কেন্দ্র থেকে আমরা মোট বিদ্যুৎ পাই 1000 মেগাওয়াট। অর্থাৎ, সব মিলিয়ে মোট দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। আমরা আগামী পাঁচ বছরে এর সঙ্গেই আরও দু’হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছি”, বলেন তিনি।

তিনি জানান, এর মধ্যে 1000 মেগাওয়াট বিদ্যুৎ কাজ করবে পাম্পের স্টোরেজ পাওয়ারের জন্য।  300 মেগাওয়াট বিদ্যুৎ কাজ করবে সৌরবিদ্যুতের জন্য। তিনি এই কথাও বলেন যে, পাম্প স্টোরেজ প্রকল্পে কেন্দ্রের সহায়তার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, “সাত বছর আগে আমরা যখন ক্ষমতায় আসি, ওই সময় রাজ্যের সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র 1 মেগাওয়াট। এই মুহূর্তে তা বেড়ে দাঁড়িয়েছে 200 মেগাওয়াট। আগামী পাঁচ বছরে আরও তিনশো মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য।” বলেন তিনি।

তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ অপচয় দারুণভাবে হ্রাস পাওয়ায় শক্তিসম্পদের গুণমান অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই বৃদ্ধি পেয়েছে রাজ্যে বিদ্যুৎ ভোক্তাদের পরিমাণও।    

.