নিউ দিল্লি: পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বহাল রাখা যাবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ে পুজোর আগে রাজ্য সরকারের মুখে জয়ের হাসি। ক্লাবগুলিকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়ায় আর কোনও বাধা রইল না।
"কন্যাশ্রী প্রকল্পের সুফল ভোগ করেছে রাজ্যের 50 লক্ষেরও বেশি কন্যা": মমতা
যদিও, শীর্ষ আদালত এই মামলাটি সংক্রান্ত বিস্তারিত এফিডেভিট রাজ্য সরকারকে ছ’সপ্তাহের মধ্যে জমা দেওয়ার জন্য নোটিস জারি করেছে।
এর আগে কলকাতা হাইকোর্টকে রাজ্য সরকার জানিয়েছিল, যে অনুদান পুজো উপলক্ষে ক্লাবগুলিকে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তা, পথ নিরাপত্তা প্রকল্পের সঙ্গে যুক্ত। তবে, পিটিশনারদের অভিযোগ ছিল, পুলিশের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে অর্থ।
রাজ্য সরকারের পক্ষের আইনজীবী কপিল সিবল সুপ্রিম কোর্টকে জানান, সমস্ত অনুদানের অর্থই দেওয়া হচ্ছে চেকের মাধ্যমে। এবং, প্রতিটি অনুদানের বৈধ হিসেব রয়েছে রাজ্য সরকারের কাছে।