This Article is From Nov 12, 2018

ছটপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল

ছটপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন।

ছটপুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল
কলকাতা:

ছটপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন। একটি বিবৃতি দিয়ে রাজ্যপাল জানান, তিনি আশা করেন, এই পুজোপালনের মধ্য দিয়ে  রাজ্যবাসীর মধ্যে সাংস্কৃতিক ও পৌরাণিক ঐতিহ্যর প্রতি বিশ্বাস ধরে রাখার প্রবণতা বাড়বে। শুধু তাই নয়৷ সমাজের সব ধরনের মানুষের মধ্যে বৃদ্ধি পাবে ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের বন্ধনও। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশি রাষ্ট্র নেপালে প্রতি বছরের মতো এবারও অতি নিষ্ঠার সঙ্গে পালন করা হচ্ছে ছটপুজো।

এই বছর ছটপুজো গত রবিবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী বুধবার পর্যন্ত।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.