চলতি বছরের জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে আসেন জগদীপ ধনকড় (ফাইল ছবি)
মুর্শিদাবাদ: রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankar) কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল তৃণমূল তৃণমূলকর্মীদের বিরুদ্ধে। বুধবার মুর্শিদাবাদের ডোমকল গার্লস কলেজে (Domkal Girls College) একটি নতুন ভবনের উদ্বোধন করার পাশাপাশি ওই কলেজেরই একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল। সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো এবং গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। চলতি বছরের জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে আসেন জগদীপ ধনকড়। তারপর থেকে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে “সমান্তরাল প্রশাসন” চালানোরও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে “সমান্তরাল প্রশাসন” চালানোর অভিযোগ তোলেন তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।